Home শীর্ষ খবর দুর্গাপূজাকে ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব: মহাপরিচালক

দুর্গাপূজাকে ঘিরে গুজবের বিষয়ে সতর্ক রয়েছে র‍্যাব: মহাপরিচালক

দখিনের সময় ডেস্ক:

গুজব ছড়িয়ে কোনো মহল যাতে শারদীয় দুর্গোৎসবকে নষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। এমনটা জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, গুজবের মাধ্যমে দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করতে পারে। তবে গুজব প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক আছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারার ডিওএইচএসে পূজামন্ডপ পরিদর্শন শেষে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের ৩২ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন কাজ করছে। সকল ব্যাটালিয়নের কন্ট্রোল রুম রয়েছে। সেখান থেকে সবকিছু তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত রাজধানীর বাইরেও বড় কোনো সমস্যা দেখা যায় যায়নি। বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিষয়ে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় সারাদেশে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিবর্তিত পরিস্থিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে র‍্যাব ডিজি শহিদুর রহমান বলেন, সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, আমাদের জন্যও চ্যালেঞ্জ। র‍্যাব সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছে। সম্মিলিত প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো অসাধুচক্র, দুষ্কৃতকারী কোনোভাবে সুযোগ পাবে না।

এ ছাড়া র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এইচএসসি পাসেই নিয়োগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ

দখিনের সময় ডেস্ক: স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।...

বারবার ফোন হ্যাং হচ্ছে, সমাধান করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন এমন একটি ডিভাইস যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি দিনের বেশিরভাগ সময় আমাদের সাথে থাকে। কিন্তু ক্রমাগত ব্যবহারের ফলে অনেক সময়...

হৃদরোগের ঝুঁকি? জেনে নিন কারণ এবং প্রতিরোধ ব্যবস্থা

দখিনের সময় ডেস্ক: হৃদরোগ জীবনযাপনের পরিবর্তন এবং সক্রিয় স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধযোগ্য। সাধারণ ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে বয়স, পারিবারিক ইতিহাস, জাতি এবং লিঙ্গ। তবে এই কারণগুলো...

টি-টোয়েন্টি বিশ্বকাপঃ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলো বাংলাদেশে

দখিনের সময় ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ১০ বছরের জয়-খরা কাটায় বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে এবং  এবার...

Recent Comments