Home লাইফস্টাইল শরীরের জন্য কোন ফ্যাট উপকারী?

শরীরের জন্য কোন ফ্যাট উপকারী?

দখিনের সময় ডেস্ক:
পুষ্টির জগতে ফ্যাট বলতেই আমরা একটু দূরে সরে যাই। কারণ স্বাস্থ্যকর খাবার মানেই ফ্যাট থেকে দূরে থাকা- এমনটাই ধারণা অনেকে। আসলে সত্যিটা হলো, সব ফ্যাট খারাপ নয়! বরং কিছু ফ্যাট আছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। কোষের বৃদ্ধি, স্নায়ুকে রক্ষা করে ইত্যাদি কাজে লাগে এই গুড ফ্যাট। রক্ত ​​​​জমাট বাঁধা, পেশী চলাচল এবং এমনকী প্রদাহ নিয়ন্ত্রণের মতো কাজেও এ ধরনের ফ্যাট কার্যকরী।
রাসায়নিকভাবে সমস্ত ফ্যাট কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, তবে পার্থক্যটি তাদের গঠনের মধ্যে রয়েছে। ফ্যাট চেইনের দৈর্ঘ্য এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ধারণ করে যে তারা কীভাবে কাজ করে। সমস্ত ফ্যাটেই প্রতি গ্রাম ৯ ক্যালোরি থাকে এবং কার্বোহাইড্রেট ও প্রোটিনের মতোই, আপনি যে অতিরিক্ত ফ্যাট পোড়াবেন না তা শরীরে চর্বি হিসাবে জমা হবে। চলুন তবে জেনে নেওয়া যাক গুড ফ্যাট কোনগুলো-
১. আনস্যাচুরেটেড ফ্যাট: এ ধরনের ফ্যাট স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে এবং কোলেস্টেরল কমাতে, প্রদাহ কমাতে এবং হৃদযন্ত্রকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ ধরনের ফ্যাট বেশিরভাগ পাওয়া যায় উদ্ভিদ-ভিত্তিক খাবারে। তাই সুস্থতার জন্য আনস্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার বেছে নিন। তবে পরিমাপ জেনে খেতে হবে। প্রতিদিনের জন্য প্রয়োজনীয় অংশই গ্রহণ করবেন।
২. মনোস্যাচুরেটেড ফ্যাট: জলপাই তেল, চিনাবাদাম তেল, অ্যাভোকাডো এবং বাদাম এবং পেকানের মতো খাবারে পাওয়া যায় এই মনোস্যাচুরেটেড ফ্যাট। কুমড়া এবং তিলের মতো বীজও এই ফ্যাটের দুর্দান্ত উৎস। তাই মনোস্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার আপনার জন্য ক্ষতিকর নয় বরং নানাভাবে কার্যকরী।
৩. পলিআনস্যাচুরেটেড ফ্যাট: সূর্যমুখী, ভুট্টা, এবং তিলে তেলে থাকে এই পলিআনস্যাচুরেটেড ফ্যাট। আখরোট, শণের বীজ, মাছ এবং এমনকি ক্যানোলা তেল (যাতে মনো এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট উভয়ই রয়েছে) আপনার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে।
৪. ওমেগা-৩ ফ্যাট: এগুলো হার্টের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে দুর্দান্ত এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে। যেহেতু আমাদের শরীর ওমেগা-৩ তৈরি করে না, তাই প্রতিদিনের খাবারের তালিকায় এই ফ্যাটযুক্ত খাবার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

Recent Comments