Home শীর্ষ খবর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গভীর ধোয়াশা

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গভীর ধোয়াশা

বিশেষ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি টক অফ দ্যা কান্ট্রি হয়ে আছে। বিএনপির নেতা-কর্মীদেরে ‍একটি বড় অংশ তার আগমনের অধীর অপেক্ষায় আছেন। ‍এদিকে ‍সাধারনেরও প্রশ্ন, তিনি কবে দেশে ফিরবেন? কিন্তু ‍এই প্রশ্নে কোন ‍উত্তর মিলছে না। বিষয়টি আছে ‍গভীর ধোয়াশার মধ্যে।
‍উল্লেখ্য, গত ১৫ আগস্ট তার দেশে ফেরার বিষয়ে ‍একটি সম্ভাব্য তারিখ ছিলো। ‍এখন বলা হচ্ছে তিনি জানুয়ারীতে দেশে ফিরবেন। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বিএনপির নেতা-কর্মীদের অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো দ্রুত দেশে ফিরে আসবেন। প্রসঙ্গত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে। পরের বছর ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে তিনি লন্ডন চলে যান ।
তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে পর্দার অন্তরালে নানান খেলাধূলা থাকতে পারে। কিন্তু আলোচ্য বাধা হচ্ছে, বিচারাধীন মামলা ‍এবং মামলার বিচারে দন্ড। তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন সেটি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না বিএনপি। তাদের মূল লক্ষ্য এখন তারেক রহমানের মামলা প্রত্যাহার। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের জন্য বিএনপিপন্থী আইনজীবীরা ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছেন। ‍এমনকি, মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি-পন্থী আইনজীবীরা আন্দোলনের হুমকি দিয়েছেন। যদিও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের অন্যতম আইনজীবী কায়সার কামাল বলেছিলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে। কিন্তু আবস্থান থেকে সম্ভবক বিএনপি সড়ে ‍এসেছে।
প্রশ্ন দেখা দিয়েছে, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারেক রহমানের অপেক্ষা করবেন? বিএনপির বরাবরই দাবি করছে, আওয়ামী লীগ সরকারের সময় বিগত সাড়ে ১৫ বছরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা দায়ের করা হয়েছে। তবে বিএনপির এই দাবি কতটুকু সত্য যেটি যাচাই করা সম্ভব হয়নি। অনেকেই মনে করেন, অন্তর্র্বতী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো পুরোপুরি পরিস্কার নয়। কারো মতে, নানা ধরনের ষড়যন্ত্র চলমান। এমন অবস্থায় মামলা প্রত্যাহার করার আগে তারেক রহমান দেশে ফিরলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে। এজন্য দেশে ফিরে আসার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে।
ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া ১৭ টি মামলার মধ্যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাজা হয়েছে। এছাড়া কর ফাঁকি, চাঁদাবাজির বাকি ১৫টি মামলা স্থগিত রয়েছে। মোট পাঁচটি মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ৮০টি মানহানির মামলা আছে। ‍এর মধ্যে অর্ধশত মামলা হচ্ছে মানহানীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

Recent Comments