Home শীর্ষ খবর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াতের

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াতের

দখিনের সময় ডেস্ক:
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। তিনি বলেন, ‘১৫ বছর স্বৈরশাসনের পর আল্লাহ তায়ালা আমাদের একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই।’
রোববার(২০ অক্টোবর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ হেফজুল মাদরাসা প্রাঙ্গণে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সরকারের সময় যারা উচ্ছিষ্ট ছিল তারাই এখন গলা তুলে কথা বলার চেষ্টা করছে। কিন্তু ছাত্র-জনতা যেমন স্বৈরাচারকে তাড়াতে পেরেছে তারাই এই ভূতকে তাড়াতে পারবে ইনশাআল্লাহ।  এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের সঙ্গে গাদ্দারি, জুলুম, নির্যাতন, লুট, অপরাধ ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করলে কী হয় তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে আওয়ামী লীগ। এর থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী। নওগাঁ জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নওগাঁ জেলা পর্ব জামায়াতের আমির খ ম আবদুর রাকিব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নওগাঁ পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, নওগাঁ জেলা পূর্ব নায়েবে আমির অধ্যাপক মো. মহিউদ্দীন, জেলা পশ্চিম নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ স ম মামুন শাহীন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৯ মাসে সড়কে ঝরেছে ৫৫৯৮ প্রাণ, ৮৫ শতাংশ দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতি

দখিনের সময় ডেস্ক: চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৫৯৮ জন। এতে আহত হয়েছেন ৯ হাজার ৬০১ জন। ৮৫...

পেট ব্যথা দূর করার সহজ উপায়

দখিনের সময় ডেস্ক: অতিভোজনে কখনো কখনো দেখা দিতে পারে পেট ব্যথা, বমি, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা। ভুলভাল খাবার খেলে পেট ব্যথা তো হবেই। তবে...

শেখ হাসিনা ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরবেন: তথ্য উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবেন না, শুধুমাত্র ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই...

রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকিল, সম্পাদক মোস্তফা

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেবকে সভাপতি...

Recent Comments