Home শীর্ষ খবর অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

দখিনের সময় ডেস্ক:
মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি কাউকে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রেখে অন্তর্র্বতী সরকারের পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ নয়। এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত অপশক্তি এবং শাসন প্রশাসনে থাকা তাদের দোসররা নানা কৌশলে সক্রিয় হয়ে উঠেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, যারা সরকারে রয়েছেন এবং গণতন্ত্রের পক্ষের শক্তি আমরা যারা এই সরকারের সমর্থনে রয়েছি- আমাদের প্রত্যেকটি কাজ অগ্রাধিকারভিত্তিক এবং সুবিবেচনাপ্রসূত হওয়া জরুরী যাতে পরাজিত অপশক্তি কোনো সুযোগ নিতে না পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের পলায়নের পর তাৎক্ষণিক পরিস্থিতিতে গঠিত অন্তর্র্বতীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহল ছাড়াও খোদ সরকারের মধ্যেই নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। অন্তর্র্বতীকালীন সরকার কেন বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে কিংবা বর্তমান সরকার কি বিপ্লবী সরকার? কেউ কেউ এ ধরণের প্রশ্নও তুলছেন। অন্তর্র্বতীকালীন সরকার গঠনের বর্তমান পর্যায়ে এসে অন্তর্র্বতীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে বর্তমানে যে ধরণের প্রশ্ন তোলা হচ্ছে এ ধরণের বিতর্ক সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্থ করতে পারে। এমনকি অন্তর্র্বতীকালীন সরকারের লক্ষ্যচ্যুত হওয়ার কারণও ঘটতে পারে। তিনি বলেন, বিএনপি মনে করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব বিষয় রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধিবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সেইসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো পরিহার করে একটি সুচিন্তিত, সুবিবেচনাপ্রসুত পদ্ধতি অনুসরণ করা গেলে ভবিষ্যতে উত্থাপিত যেকোনো ধরণের জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতি মোকাবেলাও সহজ হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমান আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে মাফিয়া সরকারের পতন ঘটানোর পর এবার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যাত্রাপথে রয়েছি। যাত্রাপথে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে মতভিন্নতা পরিলক্ষিত হলেও আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ‘এক এবং অভিন্ন’। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সবার অভিন্ন লক্ষ্য’। যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ‘এক এবং অভিন্ন’ সেহেতু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির তেমন কোনো অবকাশ আছে বলে বিএনপি মনে করে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর স্বার্থকে পুঁজি করে কিংবা  তাদেরকে ব্যবহার করে পলাতক স্বৈরাচার আর তার রেখে যাওয়া দোসররা যাতে কোনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে-আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে যাতে সব ধর্ম বর্ণের মানুষ যার যার উৎসব কিংবা ধর্মীয় রীতিনীতি নিশ্চিন্তে নিরাপদে পালন বা  উদযাপন করতে পারেন তেমন একটি রাষ্ট্র এবং সমাজ বিনির্মানের জন্যই বাংলাদেশের পক্ষের শক্তি আজ ঐক্যবদ্ধ। আমাদের বক্তব্য স্পষ্ট ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং, আপনাদের প্রতি বিনীত আহবান পলাতক স্বৈরাচারের পৃষ্ঠপোষক এবং তাদের দোসরদের কোনো উস্কানিতে পা দেবেন না। কোনো গুজব গুঞ্জনে কান দেবেন না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ১৫ বছরের জঞ্জাল ভেদ করে চলমান সংস্কার কার্যক্রম অবশ্যই একটি বিশাল কর্মযজ্ঞ। তবে খেয়াল রাখা জরুরি এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ দুর্দশা লাঘব করা না গেলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে অর্ন্তর্বতীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রম জনগণের প্রশ্নের মুখে পড়বে। সুতরাং, সরকারের কার্যক্রমে অগ্রাধিকারভিত্তিক এজেন্ডা নির্ধারণ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাষ্ট্রপতির অপসারণে যুক্তরাষ্ট্রের সায় নেই

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতির  মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাড়া মিলছে না। অপসারণ ইস্যুতে সায় নেই বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রেরও। এমন অবস্থায় প্রেসিডেন্টকে অপসারণ করতে মাঠে...

পদে বহাল রেখেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত

দখিনের সময় ডেস্ক: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার দুই যুগ্মসচিব বেগম মল্লিকা খাতুন ও মোহাম্মদ আবদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের...

অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি কাউকে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে রেখে অন্তর্র্বতী সরকারের পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ নয়। এ কথা বলেছেন বিএনপির...

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

দখিনের সময় ডেস্ক: বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। এই কারণে মেটা মালিকানাধীন অ্যাপটিকে হ্যাকাররা বারবার টার্গেট করে। ফলে মাঝেমাঝেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির...

Recent Comments