Home বরিশাল বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ডাব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার( ৩ নভেম্বর)  সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গনি নিজ কক্ষে অবরুদ্ধ ছিলেন। পরে চরামদ্দি ফাড়ি পুলিশ ও ছাত্র অভিভাবকরা খবর পেয়ে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে পরিস্থিতি  শান্ত হয়।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য একদিনের আলটিমেটাম দিয়ে ক্লাস বর্জন করে চলে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষক আব্দুল গনির বিরুদ্ধে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নানা অনিয়মের কারণে অসন্তোষ প্রকাশ করেন। ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন কবির শিকদার এবং রফিকুল ইসলাম জানান প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত বিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতি,  স্বেচ্ছাচারিতা করে আসছেন প্রতিবাদ করলে কোন কর্ণপাত করেন না তিনি। তার ছিল বিগত আওয়ামী সরকারের দলীয় প্রভাব এ কারণেই তিনি ড্যাম কেয়ার ভাবে বিদ্যালয় চালিয়েছেন।
অভিভাবক সদস্য হুমায়ুন কবির আরো জানান প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদক, মাধ্যমিক শিক্ষা অফিস, ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। একাধিক অভিযোগের তদন্ত চলছে। শিক্ষার্থীদের বিক্ষোভের ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল গনি কে জিজ্ঞেস করলে তিনি বলেন কিছু দুষ্টচক্র আমার বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোন অনিয়ম দুর্নীতি হয় নাই। বিদ্যালয়ের এসএসসি কেন্দ্র ত ইস্তগিত হওয়ায় ছাত্ররা অসন্তোষ প্রকাশ করে। আমি বোর্ডে যাচ্ছি বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখি কি রেজাল্ট আসে। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে কথা হয় প্রতিবেদকের।তিনি জানান বিষয়টি আমি শুনেছি পরিস্থিতি শান্ত করার জন্য প্রশাসন পাঠানো হয়েছে। অভিযোগের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭০ শতাংশ সঞ্চয়পত্র ধনীদের হাতে

দখিনের সময় ডেস্ক: নিম্ন ও মধ্যবিত্তদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে সঞ্চয়পত্রে উচ্চ সুদ দিচ্ছে সরকার। জনগণের করের টাকায় দেওয়া এই সুদের সিংহ ভাগই খাচ্ছেন...

সঞ্চয়পত্র থেকে তিন মাসে ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

দখিনের সময় ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্র থেকে সরকার নিট ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যেখানে...

শুরু হয়েছে শুটকি মৌসুম, চলছে  মাছ ধরা ও শুকানোর কাজ

দখিনের সময় ডেস্ক: সুন্দরবনে শুটকি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) থেকে ১০ হাজার জেলে মাছ ধরা ও শুকানোর কাজে নেমে পড়েছেন। শুষ্ক মৌসুমে...

আট হাজার পিস ইয়াবাসহ উত্তরায় মাদক কারবারি আটক

দখিনের সময় ডেস্ক: প্রথম দিনেই রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের ঢাকা থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে...

Recent Comments