Home শীর্ষ খবর হাসিনার নির্দেশেই বিডিআর সেনাকর্মকর্তাদের হত্যা, বললেন জামায়াত আমির

হাসিনার নির্দেশেই বিডিআর সেনাকর্মকর্তাদের হত্যা, বললেন জামায়াত আমির

দখিনের সময় ডেস্ক:
শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পরেই পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে মেধাবী ও চৌকস সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, ‘গেল ১৫ বছরে যত অন্যায়, অত্যাচার-জুলুম করা হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই। শেখ হাসিনার নামে খুন, গুম ও হত্যা মামলা হয়েছে, আমরা ন্যায় বিচার চাই।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সীলগালা করে দেয়া হয়েছে। বাড়িতেও থাকতে পারেনি নেতা-কর্মীরা। বাড়িতে থাকলেও জঙ্গি আখ্যা দিয়ে মামলা দেয়া হয়েছে। শুধু জামায়াত নয় বিরোধী মতের সকলের ওপর এ নির্যাতন করা হয়েছে।’
আমিরে জামায়াত বলেন, ‘অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে। অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির নাজিররাও একই রকম ছিলেন। গত ১৫ বছর মিথ্যা বলার প্রতিযোগীতা ছিল।’ দলীয় নেতা-কর্মীদের আইন হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জামায়াত কোনো অন্যায় করবে না। অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

দখিনের সময় ডেস্ক: বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। এই কারণে মেটা মালিকানাধীন অ্যাপটিকে হ্যাকাররা বারবার টার্গেট করে। ফলে মাঝেমাঝেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির...

কখন বুঝবেন চাকরি ছেড়ে দেওয়া প্রয়োজন?

দখিনের সময় ডেস্ক: কাজের পরিবেশ নেতিবাচক হলে সেখানে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে ওঠে। অতিরিক্ত পরিশ্রম, অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের অভাব বা একটা...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২১১

দখিনের সময় ডেস্ক সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও...

শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

দখিনের সময় ডেস্ক: ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ এমন মন্তব্য করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে...

Recent Comments