Home শীর্ষ খবর আজ হবে `আপা' নিধন কর্মসূচি: হাসনাত আব্দুল্লাহ

আজ হবে `আপা’ নিধন কর্মসূচি: হাসনাত আব্দুল্লাহ

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি দেখা যায় একটি পোস্ট। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।
এই কর্মসূচির উত্তরে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার (১০ নভেম্বর) গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।
এরপর আজ দুপুর ১১টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। প্রথমেই সবার উদ্দেশে হাসনাত বলেন, আজ হবে আপা নিধন কর্মসূচি।দীর্ঘ এক যুগ থেকে বার বার বলা হতো, ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’। যারা একথা বলতেন তাদের বলছি, আপনারা দয়া করে দেখা দেন প্লিজ! কারণ, আপনাদের দেখার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ রাস্তায় নেমে আসবে। আপনাদের আমরা একটু দেখতে চাই।
মূলত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আপা’ সম্বোধন করেন হাসনাত। তিনি আরও বলেন, আপার বাহিনী যারা বিদেশে বসে নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারা অন্তত ১টা মিনিটের জন্য হলেও দেখা দিয়েন। দেশের মানুষ আপার বাহিনীর লোকজনকে একটু দেখতে চায়, সামনাসামনি কথা বলতে চায়।
আওয়ামী লীগের সদস্যদের তিরস্কার করে হাসনাত বলেন, দেখেন! এতো সহজ না। বিদেশের মাটিতে বসে পরিকল্পনা করা সহজ। কিন্তু যারা দেশের নানা প্রান্ত থেকে গণঅভ্যুত্থানে এসেছিল, তারা আপার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে কথা বলেছে। হাসনাত প্রশ্ন করেন, রাস্তায় এসে কাদের ভয় দেখান? ছাত্ররা সব ধরনের প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করেছে, কথা বলেছে। যারা আপার বাহিনীদের উৎখাত করেছে, তারা কেন পালিয়ে যাবে? তিনি মশকরা করে বলেন, ছাত্রলীগ কিংবা মুজিববাদের যারা রয়েছে, তারা মূর্খ। পড়াশোনার সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্ট করার ক্ষেত্রে তাদের কোন যোগ্যতা নেই। একটা কমেন্ট সবাই না বুঝে কপি-পেস্ট করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments