Home শীর্ষ খবর ভারতীয় ঋণে আদানির বকেয়া শোধের পরিকল্পনা ছিল শেখ হাসিনার

ভারতীয় ঋণে আদানির বকেয়া শোধের পরিকল্পনা ছিল শেখ হাসিনার

দখিনের সময় ডেস্ক:
আদানি গ্রুপসহ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিশোধে শেখ হাসিনা সরকারকে দুই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল ভারত সরকার। তবে গণআন্দোলনে শেখ হাসিনার পতন হওয়ার পর এই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছে।
“বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকার ভারতীয় সরকারের সঙ্গে বিদ্যুতের বকেয়া পরিশোধে ঋণ পাওয়ার জন্য আলোচনা করছিল। বিশেষ করে আদানির বকেয়া পরিশোধের কথা বলা হয়েছিল। এছাড়া বিষয়টি সহজ করতে এই ঋণে ২ শতাংশ সরকারি ভর্তুকি দেওয়ারও কথা বলা হয়েছিল। কিন্তু হাসিনার পতনের পর আলোচনা থমকে যায়।” গত কয়েকমাস ধরেই বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ। কারণ সরকারের হাতে পর্যাপ্ত ডলার ছিল না। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে যাওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। দীর্ঘদিন ধরে বকেয়া জমে যাওয়ায় আদানি গ্রুপ তাদের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশে কমিয়ে দিয়েছে। কারণ কোম্পানিটি বাংলাদেশের কাছে এখনো প্রায় ৮০০ মিলিয়ন ডলার পাবে।
গত সপ্তাহে শোনা যায় বকেয়া পরিশোধে বাংলাদেশকে ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদানি। তবে পরবর্তীতে তারা জানায় এ ধরনের কোনো ডেডলাইন দেওয়া হয়নি। আদানি ছাড়াও চারটি ভারতীয় কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এই কোম্পানিগুলোও অনেক অর্থ পাওনা হয়ে গেছে। তবে বাকিগুলোর তুলনায় আদানির বকেয়া অনেক বেশি। ভারতে থেকে যদি শেখ হাসিনা এই ঋণ নিতেন তাহলে বিষয়টি বাংলাদেশের জন্য ভালো হতো দাবি করে সূত্রটি বলেছে, “ভারত থেকে ২ বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের বকেয়া পরিশোধে খুবই সহায়তা করত। তবে এক দিক দিয়ে বিষয়টি ভারত সরকারের জন্য ভালো হয়েছে। কারণ শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় এই অর্থ পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যেত। শেখ হাসিনা ভারত থেকে ঋণ এনে ভারতীয় কোম্পানির বকেয়া পরিশোধের চেষ্টা চালালেও; ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার এ ধরনের কোনো উদ্যোগ বা এ নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছে সূত্রটি।
বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ আসে ভারত থেকে। এক শিল্প বিশেষজ্ঞ সংবাদমাধ্যমটিকে বলেছেন, বাংলাদেশ হয়ত ভারতের সঙ্গে থাকা বিদ্যুৎ চুক্তিগুলো ভবিষ্যতের কথা চিন্তা করে (কমে পাওয়ার জন্য) পর্যালোচনা করতে চায়। কিন্তু তাদের বিদ্যুতের জন্য ভারত ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সূত্র: ঢাকাপোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢালাও মামলায় সরকার বিব্রত : আইন উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টের পর থেকে সাধারণ মানুষের করা ঢালাও মামলায় সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ...

লাজ ফার্মায় নিয়োগ

দখিনের সময় ডেস্ক: দেশের সর্ববৃহৎ খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাশ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ...

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

দখিনের সময় ডেস্ক: বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। এই কারণে মেটা মালিকানাধীন অ্যাপটিকে হ্যাকাররা বারবার টার্গেট করে। ফলে মাঝেমাঝেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির...

কখন বুঝবেন চাকরি ছেড়ে দেওয়া প্রয়োজন?

দখিনের সময় ডেস্ক: কাজের পরিবেশ নেতিবাচক হলে সেখানে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে ওঠে। অতিরিক্ত পরিশ্রম, অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের অভাব বা একটা...

Recent Comments