Home শীর্ষ খবর আন্দোলনের স্বপক্ষের লোকজন টার্গেটে পরিণত হয়েছে: রিজভীর

আন্দোলনের স্বপক্ষের লোকজন টার্গেটে পরিণত হয়েছে: রিজভীর

দখিনের সময় ডেস্ক:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বকশ চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার অভিযোগ, আন্দোলনের স্বপক্ষের লোকজন টার্গেটে পরিণত হয়েছে।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জেলখানায় বসে সালমান এফ রহমান নানা রকম অপতৎপরতা চালালেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তিনি বলেন, খোদা বকশ সাহেব একজন পুলিশের সাবেক আইজি ছিলেন, কিন্তু এই সাড়ে ১৫ বছর তার কী ভূমিকা ছিল? তিনি কয়জন লোককে চিনেন। আমরা চিনি, আমরা প্রতিমুহূর্তে নিপীড়িত হয়েছি। এই অফিস ভেঙে চার পাঁচ বার নিয়ে গেছে আমাদের। আজ এখানে আমরা যারা বসে আছি, যেদিন শেখ হাসিনার পতন হয়েছে তারপর দিন আমরা জেলখানা থেকে ছাড়া পেয়েছি। তার আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম।
রুহুল কবির রিজভী বলেন, এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট, এই যে চেতনা। এটাকে কি খোদা বকশ সাহেবরা ধারণ করেন? ওটা তো তারা ধারণ করেন না। তারা নিজেদের অত্যন্ত নিরপেক্ষ দেখাতে বড় বড় কথা বলেন। খোদা বকসের উদ্দেশে তিনি বলেন, বিএনপির সময় আপনি কী করতে পেরেছিলেন? আপনাদের কারণেই তো ১/১১ এসেছিল। অগণতান্ত্রিক শক্তি এসেছিল। জেলখানার ভেতর বসে সালমান এফ রহমান নানা রকম তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, এ ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। কারাগারের ভেতরে সালমান এফ রহমান রাজার হালে আছে এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছেন তার তো প্রমাণ আমরা পাচ্ছি।
গার্মেন্টস সেক্টরের অধিকাংশ মালিক আওয়ামী মনা ফ্যাসিবাদের পক্ষে বলেও মন্তব্য করেন রিজভী। তার ভাষ্য, গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করে তোলার পেছনে তাদের অবদান আছে। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

এক যুগ পর আজ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যাবেন খালেদা জিয়া

দখিনের সময় ডেস্ক: দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার...

সশস্ত্র বাহিনী দিবস আজ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী

দখিনের সময় ডেস্ক: আজ সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের ২১ নভেম্বর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা প্রথমবারের মতো...

Recent Comments