Home অন্যান্য গণমাধ্যম প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার গ্রহণে 'প্রতারণার কৌশল' অবলম্বন করেছিলন বিবিসির সাংবাদিক

প্রিন্সেস ডায়ানার সাক্ষাৎকার গ্রহণে ‘প্রতারণার কৌশল’ অবলম্বন করেছিলন বিবিসির সাংবাদিক

দখিনের সময় ডেক্সধ

 ১৯৯৫ সালে বিবিসি প্রিন্সেস ডায়ানার যে বিখ্যাত সাক্ষাৎকার প্রচার করেছিল তা নেবার জন্য সাংবাদিক মার্টিন বশির “প্রতারণামূলক” কৌশল ব্যবহার করেছিলেন এবং বিবিসি তা ধামাচাপা দিয়েছিল। কীভাবে এই সাক্ষাৎকার নেয়া হয়েছিল সে বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বিবিসির ‘প্যানোরামা’য় প্রচারিত সাক্ষাতকারটি দেখেছিলেন ২ কোটি ৩০ লাখ লোক।

এই তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন অবসরপ্রাপ্ত একজন বিচারপতি লর্ড ডাইসন। তিনি বিবিসিকে বলেছেন, “বিবিসি বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার ব্যাপারে যে উঁচু মানদণ্ড মেনে চলে, যেটা তার সাংবাদিকতার মূল স্তম্ভ, এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।” বিবিসি বলেছে এই রিপোর্টে “স্পষ্ট ব্যর্থতার” চিত্র বেরিয়ে এসেছে এবং: “আমরা এ জন্য খুবই দুঃখিত।”

এই রিপোর্টে বলা হয়েছে মি. বশির ডায়ানার ভাই আর্ল স্পেনসারের সাথে প্রতারণা করেছিলেন। তিনি মি. স্পেনসারের আস্থা অর্জনের জন্য তাকে জাল নথিপত্র দেখান, যাতে মি. বশির প্রিন্সেস ডায়ানার কাছে সহজে পৌঁছতে পারেন।

এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে মি. বশির বিবিসির ম্যানেজারদের মিথ্যা বলেছিলেন যে তিনি কাউকে কোন জাল নথিপত্র দেখাননি। রিপোর্ট আরও বলছে ১৯৯৫ সালে মি. বশির যেসব কথা বলেছিলেন তার একটা উল্লেখযোগ্য অংশ ছিল “অনির্ভরযোগ্য, অকল্পনীয় এবং কোন কোন ক্ষেত্রে অসৎ”। এদিকে মি. বশির নথি জাল করার জন্য একটি বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন এই সাক্ষাৎকার নিয়ে তিনি “অসম্ভব গর্বিত”। মার্টিন বশির গত সপ্তাহে বিবিসি ছেড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বুধবার

দখিনের সময় ডেস্ক: দেশের বাইরে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড....

ভারতে জনতার রোষানলে মন্ত্রী

দখিনের সময় ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন সেখানকার একজন মন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি সহায়তা না...

আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন না কোন আইনজীবী, জামিন শুনানি ২ জানুয়ারি

দখিনের সময় ডেস্ক: ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির জন্য আগামী বছরের ২ জানুয়ারি দিন ধার্য করেছেন...

অন্তর্র্বতী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি‍: ভারতীয় হাইকমিশনার

দখিনের সময় ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। তিনি বলেন, আমাদের সম্পর্ক...

Recent Comments