Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি শারুন-নজরুল চক্রই কি বাদী নুসরাতের উসকানিদাতা?

শারুন-নজরুল চক্রই কি বাদী নুসরাতের উসকানিদাতা?

দখিনের সময় ডেস্ক:

রাজধানীর গুলশানের একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধারের পর মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলার বাদী নুসরাত জাহান তানিয়াকে কারা উসকানি দিচ্ছেন, এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন গোয়েন্দারা। মনে করা হচ্ছে, বাদী নুসরাতের পেছনে একাধিক ব্যবসায়িক গোষ্ঠী ও ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কিছু অসাধু ব্যক্তি যুক্ত হয়েছেন। তাদের বিষয়েও এরই মধ্যে খোঁজ-খবর নিতে শুরু করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

নুসরাতকে উসকানি ও অর্থদাতাদের মধ্যে তাদের সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছেন চট্টগ্রামের আলোচিত হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের নাম। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ভাড়া করা কিছু লোক দিয়ে সংবাদ সম্মেলন করান শারুন। জানা গেছে, এতে শারুন মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন। এমনকি সংবাদ সম্মেলন শেষে তার দেওয়া টাকার ভাগাভাগি নিয়ে আয়োজকদের মধ্যেও বাগ্বিতণ্ডা হয়েছে। এ ছাড়া আশিয়ান সিটির মালিক মো. নজরুল ইসলাম ভূঁইয়া মামলা চালিয়ে নিতে নুসরাতকে উৎসাহ দিচ্ছেন বলেও গোয়েন্দারা সন্দেহ করছেন।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, শারুনের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী মুনিয়ার মৃত্যুর পর আত্মহত্যার প্ররোচনা মামলা করেন নুসরাত। তবে বিচার চাওয়া তার মূল উদ্দেশ্য নয়। নুসরাতের উদ্দেশ্য হলো মামলা করে ফায়দা হাসিল করা। মামলাটি করার পর নিজের ভুল বুঝতে পেরে একপর্যায়ে সেখান থেকে সরে আসার চেষ্টাও করেন বাদী নুসরাত। এ পরিস্থিতিতে তার সঙ্গে যুক্ত হন আশিয়ান সিটির মালিক নজরুল। তিনি দালাল নিয়োগ করে মামলা চালিয়ে নিতে নুসরাতকে উৎসাহ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। মূলত শারুন-নজরুল চক্রের চাপেই নুসরাত এখনো মামলাটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলে গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বোন ও ভগ্নিপতির গুলশানে ভাড়া করা বাসা থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়। ঘটনার কয়েক দিন পর গত ২ মে মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা মামলা করেন। দুটি মামলা মাথায় রেখে মুনিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ। পাশাপাশি ডিবি পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাটির ছায়া তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments