Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ভয়ংকর এক প্রতারক জামালপুরের বিশাল, প্রায় পৌনে দুই কোটি টাকা নিয়ে উধাও!

ভয়ংকর এক প্রতারক জামালপুরের বিশাল, প্রায় পৌনে দুই কোটি টাকা নিয়ে উধাও!

দখিনের সময় ডেস্ক ।।

জামাল্পুরের রাফি আকন্দ বিশাল (২৮) ও তার ভাই ফজলে মুক্কী আকন্দ জয়কে (২২) নামের দুই যুবক, ছেলের ব্যবসায়ী পার্টনার হয়ে ব্যাংক কর্মকর্তা মা আজিজুন নাহারের পেনশনের ৩০ লাখ টাকাসহ আরও ১২ জন যুবকের কাছ থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন।

এ ঘটনায় বিশাল ও তার ভাই ফজলে মুক্কী আকন্দ জয়কে (২২) আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন ওই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার ছেলে আরিফুল ইসলাম বাবু। পুলিশ জয়কে গ্রেপ্তার করেছে। মামলার আসামি প্রতারক দুই সহোদর জামালপুর শহরের উত্তর কাছারীপাড়া এলাকার মৃত আলী হায়দার আকন্দের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, জামালপুর শহরের কাছারীপাড়ার ভুক্তভোগী আরিফুল ও প্রতারক বিশাল উভয়ে প্রতিবেশী এবং বন্ধু। বিশাল মূলত তার রাফি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি ব্যবসা করেন। আরিফুলের সাথে পরিচয়ের সূত্র ধরে বিশাল তাদের বাসায় যাতায়াত করে আরিফুলের মা জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহারকে মায়ের মতো শ্রদ্ধা ও সম্মান করে দিনে দিনে সম্পর্কটা আরো গভীর করে তুলেন। একপর্যায়ে গাড়ি বেচাকেনার ব্যবসায় আরিফুলকে যুক্ত করে অধিক মুনাফা অর্জনের প্রলোভন দেখায় বিশাল। প্রতারণার ফাঁদে পড়ে আরিফুল তার বাবাকে বুঝিয়ে তার মায়ের পেনশনের ৩০ লাখ টাকাসহ মোট ৫৮ লাখ টাকা বিশালকে দেন।

গত বছরের ১৫ জানুয়ারি থেকে চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে একই কায়দায় আরিফুল ও জামালপুর শহরের বিভিন্ন এলাকার আরো ১১ জন যুবকের কাছ থেকে মোট এক কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন বিশাল। বিশ্বাস অর্জনের জন্য সবাইকে স্ট্যাম্পে দু’পক্ষের স্বাক্ষরসহ চুক্তি ও ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য অগ্রিম চেকও লিখে দেন বিশাল।

অন্যান্য ভুক্তভোগীদের মধ্যে মিয়াপাড়ার ইমরান আনছারীর কাছ থেকে তিন লাখ টাকা, শহীদ হিরু সড়কের মাহমুদুল হাসানের কাছ থেকে ১০ লাখ টাকা, পলাশগড়ের রোকনের কাছ থেকে সাত লাখ টাকা, দয়াময়ীপাড়ার রাকিবুলের কাছ থেকে ২০ লাখ টাকা, একই এলাকার নাহিয়ান মাহমুদের কাছ থেকে ১১ লাখ টাকা, দাপুনিয়া এলাকার শাকিবের কাছ থেকে সাত লাখ টাকা, মুসলিমাবাদের সুমন কুমারের কাছ থেকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা, মুন্সিপাড়ার রিফাত ফারুকীর কাছ থেকে ৩০ লাখ টাকা, বোসপাড়ার পলাশ ঘোষের কাছ থেকে ১৫ লাখ ১০ হাজার টাকা, একই এলাকার শামীম হোসাইনের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং দেওয়ানপাড়ার প্রতীক নাগের কাছ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক বিশাল।

এ ঘটনায় ভুক্তভোগী আরিফুল বাদী হয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত ও পরবর্তীতে হুমকি দেওয়ার অভিযোগে প্রতারক বিশাল ও তার ভাই জয়কে আসামি করে গত ১৬ জুন জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আরজিতে ভুক্তভোগী আরিফুল তার টাকার পরিমাণসহ অন্যান্য ১১ জনের নাম ও টাকার পরিমাণ উল্লেখ করেছেন। একই সাথে ভুক্তভোগী ওই ১১ জন যুবকে মামলায় সাক্ষী করা হয়েছে। মামলাটি দায়েরের পর সদর থানা পুলিশ প্রতারক বিশালের ছোট ভাই জয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। কিন্তু এলাকা ছেড়ে পলাতক প্রতারক বিশালকে আজো গ্রেপ্তার করতে পারেনি সদর থানা পুলিশ।

এদিকে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুন নাহার বলেন, বিশালকে আমার নিজের সন্তানের মতো বিশ্বাস করেছিলাম। আমার ছেলের বন্ধু হিসেবে তাকে অনেক আদর করতাম। তাই আমার ছেলের কথামতো যৌথ ব্যবসায় খাটানোর জন্য তাকে আমার পেনশনের ৩০ লাখ টাকাসহ মোট ৫৮ লাখ টাকা দেই। পরে শুনেছি যে বিশাল আরো বেশ কয়েকজন যুবকের কাছ থেকে একই কায়দায় টাকা নিয়ে আর দেয়নি। বর্তমানে সে এলাকা ছেড়ে পালিয়েছে। বিশাল আমার সংসার ধ্বংস করে দিয়েছে। এতোগুলো টাকা ফেরত না পেয়ে আমি স্বামী ও দুই সন্তান নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি।

বিশাল পলাতক থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য বিশাল ভুক্তভোগী সবাইকে হুমকি দিয়ে আসছে বলেও জানা যায়। তারা অবিলম্বে বিশালকে গ্রেপ্তার করে টাকাগুলো ফেরত পাওয়ার ব্যবস্থা করাসহ প্রতারক দুই ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলাটির তদন্ত কর্মকর্তা জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, বাদীর অভিযোগ পাওয়ার দিনই মামলাটির দুই নম্বর আসামি ফজলে মুক্কী আকন্দ জয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির প্রধান আসামি ফজলে রাফি আকন্দ বিশাল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

দখিনের সময় ডেস্ক: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম...

তীব্র গরম নিয়ে হাদিসে যা বলা হয়েছে

দখিনের সময় ডেস্ক: শীতের তীব্রতা, গরমের উচ্চ তাপমাত্রা সবই মানুষকে নাজেহাল করে তোলে। গরমের তীব্রতায় অনেকেই বিভিন্ন রোগ-বালাইয়ে আক্রান্ত হন। এজন্য সময়মতো ব্যবস্থা গ্রহণ করা...

বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন...

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১১, আশঙ্কাজনক ৪ জন

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার...

Recent Comments