Home অন্যান্য নির্বাচিত খবর বসুন্ধরার ত্রাণ পেলো অসহায় মানুষ

বসুন্ধরার ত্রাণ পেলো অসহায় মানুষ

দখিনের সময় ডেস্ক:

“লকডাউন আর বয়সের কারণে কেউ কাজে নেয় না। কেউ এর আগে কোনো ত্রাণও দেয়নি। খুব কষ্টে ছিলাম। আজ বসুন্ধরার এই ত্রাণ পাওয়ায় কিছুদিন খাবারের কষ্ট হবে না। ২০ বছর আগে স্বামী নরেন্দ্র রায় মারা যায়। এরপর কৃষি শ্রমিক হিসেবে কাজ করে তিন ছেলে ও এক মেয়েকে বড় করি। এখন তারা সবাই বিয়ে করে আলাদা সংসার করে খায়। আমি একা থাকি। বহু কষ্টে দিনগুলো পার করছি। এরপর আবার করোনায় লকডাউন দেওয়ায় আর কিছু করার জো নেই। আজ এই ত্রাণ পাওয়ায় ভালো লাগছে।”  বসুন্ধরার ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হয়ে এভাবেই বলছিলেন  বয়সের ভারে নুয়ে পড়া কৃষিশ্রমিক বীরগঞ্জের সুজালপুর গ্রামের বিনোদিনী বালা (৬৫)।

চলমান লকডাউনে দিনাজপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় দরিদ্র, দুস্থ ও কর্মহারা মানুষগুলো বেকার ও কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে দিন আনে, দিন খায় এমন মানুষ বেশি বিপাকে পড়েছে। এই করোনা প্রতিরোধের সময় চলমান লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া এসব মানুষ দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার ত্রাণসামগ্রী পেয়ে খুব খুশি। গতকাল দিনাজপুরের খানসামা, বীরগঞ্জ ও কাহারোলে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, করোনার মধ্যেও বসুন্ধরা মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে।

দেশের হতদরিদ্র মানুষকে খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়াচ্ছে। আমি তাদের ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপ সারা দেশেই ত্রাণ বিতরণ করছে। এ সময় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল হাসান, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালেক সরকার, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বীরগঞ্জ সরকারি কলেজ মাঠেও ত্রাণ বিতরণ করেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কাদের, পৌর মেয়র মোশাররফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন প্রধান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রমুখ। এর আগে সকালে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেও ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম। এরপর বোচাগঞ্জ, বিরল ও দিনাজপুর সদরের ১ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments