Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি পদ্মা নদীতে ডাকাত দলের কবলে ববি শিক্ষার্থী

পদ্মা নদীতে ডাকাত দলের কবলে ববি শিক্ষার্থী

কাজী হাফিজ

পদ্মা নদীতে ডাকাত দলের কবলে পড়েন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আল-আমিন। বরিশাল থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, আজ রোববার দুপুরে বরিশাল থেকে শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বুড়োকাঠির উদ্দেশে রওনা হন । এসময় নুরিয়া উপজেলার সুরেশ্বর বাজার থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে বুড়োকাঠির উদ্দেশে ট্রলারে ওঠেন। ট্রলারযোগে পদ্মা নদী পাড় হওয়ার সময় বিকাল ৪ টার দিকে ১৫-২০ সদস্যের একদল সশস্ত্র ডাকাত স্পিডবোটে এসে তাদের গতিরোধ করে। এসময় ডাকাত দলের সদস্যরা বন্দুক ও ধারালো অস্ত্রের মুখে অন্যান্য যাত্রীদের সঙ্গে সঙ্গে আল-আমিনের কাছে থাকা মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

ওই শিক্ষার্থী জানান, “ডাকাতের কবলে পরে আমি মোবাইল ফোন ও টিউশনি করে জমানো ১৭ হাজার টাকা হারিয়েছি। আমার সঙ্গে থাকা অন্য যাত্রীদের কাছ থেকেও সবকিছু ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে নৌ – পুলিশের একটি টহল টিম সেখানে উপস্থিত হয়। তাদেরকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস সাংবাদিকদের বলেন, “বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি যেমন অনাকাঙ্ক্ষিত তেমনি দুঃখজনক। ওই শিক্ষার্থীকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি। জিডির কপি পেলে আমাদের শিক্ষার্থীকে যেন সকল ধরণের আইনি সহযোগিতা করা হয়, সে ব্যাপারে  পুলিশকে অবহিত করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments