দখিনের সময় ডেস্ক:
করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে কঠোর বিধিনিষেধ ঘোষণায় ঈদের পরের দিন দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত যানবাহন ছিলো সবচেয়ে বেশি। তবে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০ টার পর থেকে ফেরিঘাট যানবাহন শূন্য হয়ে গেছে।
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে নদী পার হয়েছে সাধারণ মানুষ। ঈদের একদিন পর থেকে সরকারের কঠোর বিধিনিষেধ ঘোষণা করায় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে জরুরিভাবে ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে গ্রামের বাড়িতে আসা মানুষ ফিরেছে কর্মস্থলে।
শুক্রবার সকালের দিকে দেশের গুরুত্বপূর্ণ নৌরুটের দৌলতদিয়া প্রান্তে ঢাকাগামী যানবাহন ও মানুষের ভিড় দেখা গেছে। প্রতিটি ফেরিতে গাদাগাদি করে কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনে পার হয়েছে মানুষ। তবে সকাল ১০টার পর থেকে ঘাটে জরুরিসেবার গাড়ি ছাড়া অন্য তেমন আর কোন যানবাহন দেখা যায়নি। বর্তমানে ব্যস্ততম দৌলতদিয়া ঘাট ফাঁকা।