Home শিক্ষা টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরনে ববি শিক্ষকের ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট প্রদান

টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরনে ববি শিক্ষকের ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট প্রদান

কাজী হাফিজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ভিন্নধর্মী অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীদেরকে নিজের আশেপাশের পরিচিত অন্তত দুজন মানুষকে করোনার টিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও টিকা গ্রহণে উদ্ধুদ্ধ করতে হবে।  কাজ শেষে জানাতে হবে নির্দিষ্ট কোর্স শিক্ষককে। আজ সোমবার অনলাইনে ক্লাস নেবার সময় এমন নন-ক্রেডিট অ্যাসাইনমেন্ট দিয়েছেন বিভাগটির শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজ।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) দেয়া এক স্টঢাটাসে এই শিক্ষক জানান, “শিক্ষার্থীদের কাজ হলো তাদের  আশেপাশের যারা টিকা সম্পর্কে জানে না এবং টিকার জন্য যোগ্য কিন্তু নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নন এমন দুজনকে টিকা গ্রহণে সার্বিক সহযোগিতা করা।
শিক্ষার্থীরা তাদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করবে,নিবন্ধন করতে সহায়তা করবে, টিকা কার্ড প্রিন্ট করে দিবে বা প্রিন্ট করার পদ্ধতি বলে দিবে এবং টিকা নেওয়ার তারিখ সম্বলিত এসএমএস এলে টিকা নিতে যাওয়া তদারকি করবে। আর এর সবই তারা করবে নিজে সর্বোচ্চ সতর্কতায় থেকে।”
আর এমন অ্যাসাইনমেন্ট পেয়ে শিক্ষার্থীরাও খুশি। বিভাগটির ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী হিরক বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতিতে আমাদেরকে নিজ বাড়িতে থেকেই অনলাইনে শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে হচ্ছে। বাড়ির আশেপাশে অনেকেই আছেন যারা টিকার গুরুত্ব সম্পর্কে সবকিছু জানেন না এবং অনেকের মাঝে টিকা নিয়ে ভুল ধারণা আছে৷ আমাদের কাজ হবে এমন মানুষদের টিকা সম্পর্কে সঠিক ধারণা প্রদান করে যতদ্রুত পারা যায় তাদেরকে টিকার আওতায় আনার চেষ্টা করা।
সোমবার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে শফিকুল ইসলাম সবুজ এমন নন-ক্রেডিট অ্যাসাইনমেন্ট দেবার কথা স্বীকার করে বলেন, করোনা পরিস্থিতি থেকে উত্তরণে টিকা গ্রহণের আপাতত কোন বিকল্প নেই। তবে টিকার নিবন্ধন প্রক্রিয়া নতুন হওয়ায় যারা প্রযুক্তিগত ভাবে একটু পেছানো তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে কিছু জটিলতার শিকার হন। আমাদের শিক্ষার্থীরা তাদেরকে এই জটিলতা থেকে মুক্তি দেবার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে টিকার গুরুত্ব সম্পর্কে গণমানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments