Home সারাদেশ গাদাগাদি করে শিমুলিয়া ঘাট থেকে ঢাকা ফিরছে যাত্রীরা

গাদাগাদি করে শিমুলিয়া ঘাট থেকে ঢাকা ফিরছে যাত্রীরা

দখিনের সময় ডেস্ক :

ঢাকাগামী যাত্রীদের ঢল দেখা গিয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের শিমুলিয়া ঘাটে। সকাল থেকে দক্ষিণবঙ্গ হতে আসা যাত্রীরা ভিড় করছে শিমুলিয়া ঘাটে। কঠোর লকডাউনের মধ্যে শিল্পকারখানা খোলার খবরে যাত্রীরা ছুটছেন রাজধানীর-নারায়ণগঞ্জ সহ বিভিন্ন গন্তব্যে।

গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকাপভ্যান, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে শিমুলিয়া ঘাট থেকে যাচ্ছেন এসব যাত্রীরা। পুলিশ প্রশাসনের সামনে দিয়েই এসব যানবাহনে গাদাগাদি করে যাচ্ছেন যাত্রীরা। ফলে থাকছে না স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না বিধিনিষেধ।

প্রশাসনের বিভিন্ন চেকপোস্ট থাকা সত্ত্বেও এসব যানবাহন দিয়ে যাতায়াত করছে যাত্রীরা। যেন দেখার কেউ নেই। এছাড়াও দুইগুণ-তিনগুণ ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকাপভ্যানে যাত্রাবাড়ী পোস্তগোলা যাচ্ছেন যাত্রীরা।

এসব যাত্রীরা জানান, আগামীকাল থেকে আমাদের কারখানা খোলার কথা বলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে যাচ্ছি। শিমুলিয়া ঘাট থেকে নারায়ণগঞ্জ যেতে সিএনজিতে ১৫০ টাকা ভাড়ার স্থলে ৪০০ টাকা দিয়ে যাচ্ছি। ৫ জন যাত্রীই নিয়েছে। এছাড়াও বরিশাল থেকে এ পর্যন্ত আসতে সাড়ে ৪০০ টাকার স্থলে ২০০০ টাকা খরচ হয়েছে। আমরা আসলে নিরুপায় এবং এমন সিদ্ধান্তের কাছে অসহায়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আগামীকাল থেকে শিল্প-কারখানা খোলার কারণেই ঢাকাগামী যাত্রী চাপ বেড়েছে শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া ঘাট থেকে কয়েকটি ট্রাক ও সিএনজিতে যাত্রী যাচ্ছে ঠিক তবে গাদাগাদি করে না। আর ভাড়ার বিষয়টিতো আমরা নির্ধারণ করি না। তাই এ ব্যাপারে আমরা কি বলবো।

বর্তমানে যাত্রী চাপ থাকার কারণে যানবাহন পারাপারের সমস্যা হচ্ছে। এ রুটে বর্তমানে ১০ ফেরি চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments