Home বরিশাল লাগামহীন মীরগঞ্জ খেয়াঘাট, আবারও যাত্রী মারধরের ভিডিও ভাইরাল

লাগামহীন মীরগঞ্জ খেয়াঘাট, আবারও যাত্রী মারধরের ভিডিও ভাইরাল

দখিনের সময় ডেস্ক : 

বরিশালের আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ খেয়াঘাটের ট্রলারে এবার দু’জনকে বেদম মারধরের অভিযোগ উঠেছে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জহিরুল ইসলাম খান রাসেল নামে এক ব্যক্তির ফেসবুকে পোস্ট করা ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৫ জন মিলে ওই দুই জনকে বেদম কিলঘুষি দিচ্ছে। এদের একজন স্যান্ডেল দিয়ে তাদের পেটায় এবং লাথি দেয়।

ঘটনাটি কবে এবং কখন সে বিষয়ে ওই পোস্টে কিছু লেখা হয়নি। ঘটনাটি ঘটেছে মাঝ নদীতে পাড়পাড়কারী খেয়া ট্রলারের উপরে। ওই ট্রলারে কয়েকজন যাত্রী থাকলেও ভয়ে তারা প্রতিবাদ কিংবা তাদের রক্ষা করতে যায়নি। কাছাকাছি দুরত্বে থাকা আরেকটি ট্রলারের যাত্রীরাও এই ঘটনা প্রত্যক্ষ করেছে। তবে তারাও তাদের রক্ষা করার কোন চেস্টা করেনি।

এ ব্যাপারে আলাপকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় হবে। নির্যাতন বন্ধ এবং নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

এদিকে এ বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এর আগে, গত ১৯ জুলাই ভাড়া নিয়ে বসচার জের ধরে ওই খেয়া ট্রলারে রাসেল হাওলাদার নামে যুবককে বেদম মারধর করে নদীতে ফেলে দেয়া হয়। এ ঘটনার ২ দিন পর ২১ জুলাই রাসেল বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন রাসেল। ওই ঘটনায় তুহিন নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments