Home অন্যান্য নির্বাচিত খবর মানবিকতার পরিচয় দিলেন আইজিপির স্ত্রীর, নিজ হস্তক্ষেপে বাঁচালেন একটি আহত বিড়াল ছানার...

মানবিকতার পরিচয় দিলেন আইজিপির স্ত্রীর, নিজ হস্তক্ষেপে বাঁচালেন একটি আহত বিড়াল ছানার প্রাণ

দখিনের সময় ডেস্ক :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) পত্নীর হস্তক্ষেপে রক্ষা পেল আহত একটি বিড়াল ছানা। এখন টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে তার আশ্রয় মিলেছে। সেখানে তাকে রাখা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজের ছাত্রাবাসের আটতলা থেকে কয়েক দিন আগে একটি বিড়াল নিচে পড়ে যায়। এতে তার পেছনের দুটি পা আঘাত পেয়ে অচল হয়ে যায়। তারপর পাঁচ-ছয় দিন বিড়ালটি বিনা চিকিৎসায় সেখানে পড়ে ছিল।

ওই মেডিকেলের শিক্ষার্থী প্রীতিশা প্রীতি সরকার গত মঙ্গলবার ‘অ্যানিমেল কেয়ার সোসাইটি অব বাংলাদেশ’ নামক একটি ফেসবুক গ্রুপে বিড়ালটি নিয়ে একটি পোস্ট দেন। তাতে প্রীতিশা উল্লেখ করেন- বিড়ালটি তাদের হোস্টেলের আটতলা থেকে পড়ে গিয়ে পেছনের দুই পা প্যারালাইসড প্রায়। তাদের ওখানে কোনো ভেটেরিনারি চিকিৎসক নাই। তাই তার চিকিৎসা করাতে পারছেন না।

কয়েক দিন পর তাদের এমবিবিএস ফাইনাল পরীক্ষা, সেই কারণে বিড়ালটির পরিচর্যা করার মতো সময়ও পাচ্ছেন না। এ অবস্থায় বিড়াল বাচ্চাটির দায়িত্ব নিতে পারবেন এমন কারও বা কোনো সংস্থার সন্ধান চান তিনি।

এ পোস্টটি বাংলাদেশ পুলিশের আইজি বেনজীর আহমেদের স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি জীশান মীর্জার চোখে পড়ে। তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট ডিআইজি মো. মঈনুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।

তাৎক্ষণিকভাবে কমান্ড্যান্ট তার স্টাফ অফিসারসহ একটি টিমকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হোস্টেলে পাঠান।

পিটিসির পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী জানান, ওই টিম বিড়াল ছানাটি উদ্ধার করে মির্জাপুর উপজেলা প্রাণী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে ওই বিড়াল ছানা মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়ে আসা হয়। বিড়ালটি বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যায় আছে। তার অবস্থা আগের চেয়ে অনেক সুস্থ। পুনাক সভানেত্রী বিড়ালটির খোঁজখবর নিচ্ছেন।

বিড়ালটি উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পর প্রীতিশা প্রীতি সরকার তার ফেসবুকে বাংলাদেশ পুলিশকে এবং পুলিশ নারী কল্যাণ সমিতিকে ছোট্ট অবলা প্রাণীটির জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। তিনি সেখানে লেখেন- পুলিশ সম্পর্কে তারও অনেকরকম ধারণা ছিল। কিন্তু এ ঘটনার পর সেই ধারণা অনেক পরিবর্তন হয়ে গেল।

তিনি আরও উল্লেখ করেন, যারা শুধু একটি অবলা জীবন বাঁচানোর জন্য এতটা তৎপর হতে পারে, তারা আপনার আমার মতো নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু তৎপর হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments