• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ণ
কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত স্থানীয় সময় সকাল ৫টা ৪৩ মিনিটে খেলার মাঠসহ ৫৩টি উন্মুক্ত স্থানে ঈদগাহ ও সাপ্তাহিক জুমা মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কুয়েতের বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় কুয়েত মসজিদ আল কাবীরে। যেখানে একসঙ্গে ১০ হাজার পুরুষ ও ১ হাজার নারী মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রায় ২০ মসজিদের বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। বাংলা খুতবার বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদে। প্রবাসী বাংলাদেশিরা পরিচিত বন্ধুবান্ধবদের নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মসজিদে ছুটে আসেন।
এদিকে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মনিরুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।