Home অন্যান্য গণমাধ্যম বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা

দখিনের সময় ডেক্স:
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মামলাটিকে উদ্দেশ্য প্রণোদিত,  ষড়যন্ত্রমূলক ও মিথ্যা হিসেবে আখ্যায়িত করে প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন।
প্রেসক্লাবের সদস্যদের পক্ষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সহ-সাধরণ সম্পাদক মো. মিজানুর রহমান এক বিবৃতিতে মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে তার কোন সত্যতা নেই।
বিবৃতিতে বলা হয়, প্রতিহিংসামূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। হয়রানিমূলক এ মামলা অনতিবলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাই। একই সাথে মিথ্যা অভিযোগে মামলা করায় অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক মো. রুবেল খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, নিউজ এডিটর কাউন্সিল-এর সাধারন সম্পাদক ও বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক খন্দকার রাকিব বাদী হয়ে উল্লেখিত মামলাটি দায়ের করেছেন। মামলায় প্রতিপক্ষরা হচ্ছেন দৈনিক মতবাদ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক এস এম জাকির হোসেন, বিডি ক্রাইম ২৪ ডট কম পত্রিকার প্রকাশক সম্পাদক রেহেনা ইয়াসমিন, ব্যবস্থাপনা সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক খবর বরিশাল-এর সত্বাধিকারী এইচ আর হীরা, বরিশাল ট্রিবিউন অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান ও আজকের ক্রাইম নিউজ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ বেল্লাল তালুকদার।
মামলাটির বিষয়ে তদন্ত করে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলে কোতয়ালী মডেল থানা পুলিশকে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানাগেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হয়ে, সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments