ঝলাকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার কঠোর লকডাউনে কর্মহীন ২০টি পরিবারের মাঝে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার (০৯ আগস্ট) বিকেলে বাগড়ি বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে চাল, ডাল, আটা, সাবান, তৈল ও লবনসহ এসব খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ওয়ারেন্ট অফিসার মোঃ জাকির হোসেন, সার্জেন্ট ফজলুল হক, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আঃ রহিম রেজা, সাধারন সম্পাদক মোঃ এনামুল হক, সাংবাদিক আমিনুল ইসলাম, সৈনিক রিপন হোসেন, কাওসার হোসেন ও অন্তর প্রমুখ।
ওয়ারেন্ট অফিসার মোঃ জাকির হোসেন জানান, বর্তমানে করোনা সংক্রমন থেকে দেশের মানুষকে রক্ষা করতে লকডাউন দেয়ায় মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষরা কাজ হারিয়ে খাদ্য অভাবে পড়েছেন। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী একদিকে যেমন সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য মাঠে কাজ করছেন অপরদিকে কর্মহীন মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায় সেজন্য তাদেরকে খুঁজে খুঁজে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
Post Views:
68