Home বরিশাল বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর; আহত ১

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর; আহত ১

দখিনের সময় ডেস্ক :

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম – এমপি’র বরিশালের বাড়ির সামনে দুই গ্রুপের মধ্যে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় প্রতিমন্ত্রী অনুসারী এক যুবকলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন অপরপক্ষ। পাশাপাশি প্রতিমন্ত্রীর বাড়ির প্রধান ফটকে লাথি, চেয়ার ভাংচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলেন তারা।

সংঘর্ষে আহত মো. আনিস (৩০) নামের ওই যুবলীগ কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নগরীর নবগ্রাম রোডে প্রতিমন্ত্রীর ‘বেগম ভিলা’ নামক বাসভবনের সামনে এই হামলা এবং সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে নগরীর বটতলা থেকে চৌমাথা এলাকা পর্যন্ত নবগ্রাম সড়কের যানবাহন চলাচল ব্যহত হয়। সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী একাধিক দলীয় সূত্র থেকে জানিয়েছে, ‘সন্ধ্যার দিকে প্রতিমন্ত্রীর বাসার সামনে ছাত্রলীগের এক কর্মী দাঁড়িয়ে ধুমপান করছিলেন। বিষয়টি লক্ষ্য করে তাকে নিষেধ করেন যুবলীগ কর্মী আনিস। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ওই ছাত্রলীগ কর্মী যুবলীগের আনিসের ওপর হামলা করেন। পরবর্তীতে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাংচুর এবং বাড়ির সামনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন দুই পক্ষের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী দাবি করেছেন, প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধুমপান করা ছাত্রলীগ কর্মী মহানগর ছাত্রলীগ নেতা মাহাদুর রহমান মাহাদের অনুসারী। অন্যদিকে আহত আনিস মহানগর যুবলীগ নেতা মোস্তাফিজ রানার অনুসারী।

মোস্তাফিজু রানা সাংবাদিকদের জানিয়েছে, ‘দলীয় কর্মীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে একটু মারামারি হয়েছে। বিষয়টি খুব দ্রুতই সমাধান করা হচ্ছে। মন্ত্রী মহোদয় বর্তমানে বরিশালে নেই। তবে এই ঘটনা যেন আর দীর্ঘায়িত না হয় সে ব্যাপারে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহোচর বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। বিষয়টি পরে শুনেছি। এখানে রাজনৈতিক কোন বিরোধ বা অভ্যন্তরীণ কোন্দল নয়। এটি স্থানীয় বিরোধ। এক যুবক স্থানীয় এক সিনিয়র লোকের সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলো। এ নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি‘র এক পর্যায় মারামারি হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় মন্ত্রী মহোদায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কি নিয়ে এই ঘটনা ঘটেছে সেটা তারা কোন পক্ষই বলছে না। আমরা সেখানকার সিনিয়র নেতাদের সাথেও কথা বলেছি। তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তবে এই ঘটনায় একজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments