Home জাতীয় সম্মানীর টাকায় অক্সিজেন সিলিন্ডার কিনলেন মেয়র সাদিক আব্দুল্লাহ

সম্মানীর টাকায় অক্সিজেন সিলিন্ডার কিনলেন মেয়র সাদিক আব্দুল্লাহ

দখিনের সময় ডেস্ক :

বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাঁর প্রাপ্ত সম্মানী দিয়ে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছেন ।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে নগরীর কালীবাড়ি রোডে মেয়রের বাসভবনে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করে এ তথ্য জানান মেয়র সাদিক।

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনে দায়িত্ব নেওয়ার পর আমি কোনো সম্মানী গ্রহণ করিনি। করোনা প্যান্ডামিক শুরু হওয়ার পর মানুষ অক্সিজেন সংকটে পড়েছেন। যে কারণে আমি আমার সম্মানীর টাকা থেকে ২৫ লাখ টাকা দিয়ে এ অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছি।

সাদিক আব্দুল্লাহ বলেন, এখন আমরা যে মানুষ সেই বিষয়টি প্রমাণ করার সময়। সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবার নিজ নিজ জায়গা থেকে সঠিক কাজ করলে এ ভাইরাস প্রতিরোধ অসম্ভব নয়।

‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের মাধ্যমে করপোরেশনের অ্যানেক্স ভবন থেকে করোনা রোগীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে এই অক্সিজেন সরবরাহ করা হবে। ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ এই তিনটি নম্বরে কল করলেই রোগীর বাসায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। এছাড়া এই নম্বরে কল করলে ৫টি অ্যাম্বুলেন্সের ফ্রি সার্ভিস চালু রয়েছে অনেক আগে থেকেই।’

মেয়র বলেন, এ কার্যক্রমের মধ্য দিয়েই বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ট্রাস্টের কার্যক্রমও চালু হয়েছে।

বিনামূল্যে অক্সিজেন সার্ভিস কার্যক্রম উদ্বোধনের সময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিতঅটোরিকশার চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার...

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

Recent Comments