Home সারাদেশ বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে শর্ত প্রত্যাহার

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে শর্ত প্রত্যাহার

দখিনের সময় ডেস্ক : 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ভারতে যাওয়ার শর্ত প্রত্যাহার সংক্রান্ত একটি অফিস আদেশ আখাউড়া ইমিগ্রেশনে এসে পৌঁছেছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণে আরোপিত শর্ত প্রত্যাহার করা হয়েছে বলে আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।

বুধবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন।

ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান,  করোনা (কোভিড) পরিস্থিতিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভারতে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেওয়া হতো। সম্প্রতি ভারতীয় দূতাবাস বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতের ভিসা অফিস খুলে দেয়।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যয়নপত্র প্রদানের শর্ত তুলে নেওয়ায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসাসহ অন্য ক্যাটাগরি চালু থাকা ভিসায় ভারত যাওয়া যাবে। এজন্য আগের মতোই আরটিপিসিআর টেস্ট সার্টিফিকেট থাকা লাগবে।

তবে টুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে বুধবার ৪টা পর্যন্ত ১২ জন পাসপোর্টধারী যাত্রী ভারতগমন করেন। শর্ত প্রত্যাহার হওয়ায় এ পথে যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

তবে শর্ত অনুযায়ী ভারত ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতি যাত্রীকে কোভিড-১৯ নেগেটিভ সনদ অবশ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ভারত থেকে দেশে ফেরার সময় দূতাবাস থেকে ছাড়পত্র আনতে হবে। ভারত ফেরত যাত্রীদের মধ্যে যাদের দুটি টিকা নেওয়া আছে, তাদের দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে যারা একটি টিকা নিয়েছেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ এপ্রিল ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে কয়েক দফা তা বাড়ানো হয়। সর্বশেষ ১৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ থাকে।

তবে এ সময়ে বাংলাদেশ-ভারত আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম সচল ছিল। আর বিশেষ অনুমতি নিয়ে চিকিৎসা ভিসার পাসপোর্টধারী যাত্রীরা ভারতে যেতে পারতেন। ওই অনুমতির শর্ত তুলে নেওয়ায় কার্যত খুলেছে ভারত-বাংলাদেশ সীমান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments