Home অন্যান্য করোনা ভাইরাস ভারতে আবারও বাড়ছে দৈনিক সংক্রমণ

ভারতে আবারও বাড়ছে দৈনিক সংক্রমণ

দখিনের সময় ডেস্ক : 

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ। এর আগে বেশ কয়েকদিন দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে ছিল।

কিন্তু দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর দিয়েছে এনডিটিভি।

মঙ্গলবার আক্রান্ত হন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার ২৫ হাজার ৭২ জন এবং রোববার ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কিছুটা কমেছে।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন৩৭ হাজার ৫৯৩ জন।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৫৮ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো, পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম

দখিনের সময় ডেস্ক: সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দ্বারা ধর্ষণের অভিযোগ পুরোটাই সাজানো ঘটনা এবং এর পেছনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংশ্লিষ্টতা রয়েছে, এমনটাও উঠে এসেছে...

বরিশালে বাস টার্মিনালে শ্রমিকদের তাণ্ডব, সড়ক অবরোধ

দখিনের সময় ডেস্ক: বাসচালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে শ্রমিক সংগঠন ও...

Recent Comments