Home Uncategorized যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতু প্রকল্পের ১০ কর্মী আটক

দখিনের সময় ডেস্ক : 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সেতুর নিরাপত্তাকর্মী ও শ্রমিকরা।

শুক্রবার ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্তা এলাকা সংলগ্ন পদ্মাসসেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস পেশায় অটোচালক। সে উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। আটককৃতরা হলো, সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত।

নিহতের স্বজনরা জানান, ভোরে জুলহাস কিভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ বলতে পারে না। তাকে আটকে মারধর করা হচ্ছে এ খবর পেয়ে সেখান গিয়ে দেখা যায় তাকে হাত পা বেঁধে রড দিয়ে পেটাচ্ছে দশ-বারোজন। পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা এর বিচারের দাবি জানান।

ঘটনার সতত্য স্বীকার করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, ভোরে জুলহাস বাড়ি পাশে মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে পহরীরা তাকে চোর সন্দেহে আটক করে। এর পরে ১০-১২ জন মিলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসাপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।

এঘটনায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই সেতু প্রকল্পের নিরাপত্তাকর্মী ও শ্রমিক। নিহতের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এবিষয়ে মামলা পক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments