Home খেলাধূলা যে কারণে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

যে কারণে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

দখিনের সময় ডেস্ক : 

অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার আগেই বুধবার ফেসবুকে লাইভে এলো তামিম ইকবালের এ ঘোষণা। লাইভে তিনি বিশ্বকাপে খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করেন।

তামিম বলেন, আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছি। যেটি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি— আমার মনে হয় না যে, আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আই অ্যাম নট অ্যাভেইলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ।

না খেলতে চাওয়ার বড় কারণ হিসেবে তামিম উল্লেখ করেন গেম টাইমকে।  তামিম বলেন, আমার কাছে মনে হয় যে, গেম টাইম ইজ ওয়ান অব দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েক দিন ধরে খেলছি না এ ফরম্যাটটা।

এরপর ইনজুরির কথা বলেছেন ড্যাশিং এ ওপেনার। ইনজুরির কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি তামিম ইকবাল।

উদ্বোধনী এ ব্যাটসম্যান বলেন, সেকেন্ডলি ইনজুরি। বাট ইনজুরি আমার মনে হয় না অতবড় সমস্যা। আমি আশা করি ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব।

২০১৮ সালের পর থেকে গত তিন বছর মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। এমন অবস্থায় প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে। বিষয়টি হয়তো তামিমকে ভাবিয়েছে।

তিনি বলেন, যেহেতু আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না ফেয়ার হবে তাদের প্রতি, যদি হঠাৎ করে এসে আমি তাদের জায়গাটা নিয়ে নিই। হয়তো বা আমি বিশ্বকাপ দলে থাকতাম। আমি এটা জানি না।বাট এটা আমি মনে করি হয়তোবা আমি থাকতাম। বাট আমার কাছে মনে হয় না এটা ফেয়ার হতো।

নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এটিতেই অটল থাকব। এখানে নতুন করে বলার কিছু নেই। সব কারণ বলে দিয়েছি। এখানে কোনো বিতর্ক নেই। বিতর্ক হওয়ার কিছু নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের চিন্ময় গ্রেফতারে ভারতের বিজেপি নেতার ‍উষ্মা, সীমান্ত অবরোধের ডাক

দখিনের সময় ডেস্ক: গুরুতর অভিযোএগ গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। ‍এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার...

আওয়ামী ভুতে আক্রান্ত ওসি!

দখিনের সময় ডেস্ক: স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পুলিশের বাড়াবাড়ি চরমে পৌছেছিলো। এদের অনেকের কথাবার্তায় লাগাম ছিলো না। ‍এরা ছিলো আওয়ামী ভুতে আক্রান্ত। ৫ আগস্ট আওয়ামী...

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

Recent Comments