Home নির্বাচিত খবর হিরো আলমের কণ্ঠেও ভাইরাল ‘মানিকে মাগে হিথে’

হিরো আলমের কণ্ঠেও ভাইরাল ‘মানিকে মাগে হিথে’

দখিনের সময ডেস্ক:

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি সিংহলী ভাষার গান ভাইরাল হয়েছে। এটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও ভাইরাল হয়েছে। গানটি গেয়েছেন শ্রীলঙ্কার ইয়োহানি ডি সিলভা। তিনি দেশটির তরুণ শিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক।

ভাইরাল হওয়া এই গানটি এবার গেয়েছেন হিরো আলম। তবে গানটি রিমেক করে সঙ্গে রেখেছেন বাংলা গানও। রিমেকে তিনি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদীর ‘তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া’, পলাশের কণ্ঠে জনপ্রিয় পাওয়া ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, আব্দুল আলীমের ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানগুলো। হিরো আলমের ‘মানিকে মাগে হিথে’ রিমেক ভার্সনের সংগীত করেছেন রেজা আর ভিডিওতে ছিলেন লিমন।

গানটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘এই গান যে আমার নিজের ভালো লাগা থেকে গেয়েছি, তা নয়। অন্তত এক লাখের ওপর মানুষ আমাকে গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের অনেক রয়েছে। মধ্যপ্রাচ্যের ও বিভিন্ন দেশের বাঙালি ভাইয়েরাও অনুরোধ করেছেন। পাশাপাশি দেশের দর্শক-শ্রোতা তো আছেই। আপনারা তো জানেন, আমার ১১ লাখের পেজ রয়েছে, সেখানেই প্রতিদিন হাজার হাজার মেসেজ আসতো। যার কারণে গানটা না বুঝলেও কষ্ট করে গেয়েছি।’

গানটি নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন হিরো আলম। এটি ইতিমধ্যে শুনেছেন প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষ। আর গানটিতে মন্তব্য করেছেন প্রায় ১০ হাজারেরও বেশি। উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন তিনি। কাজ করেছেন সিনেমাতে, গেয়েছেন গানও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

Recent Comments