Home আন্তর্জাতিক ভারতের দুই মন্ত্রীকে নিয়ে সড়কে জরুরি অবতরণ করবে বিমান

ভারতের দুই মন্ত্রীকে নিয়ে সড়কে জরুরি অবতরণ করবে বিমান

দখিনের সময় ডেস্ক : 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করীকে নিয়ে জরুরি অবতরণের মক ড্রিলিং করবে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান। চলতি সপ্তাহেই দেশটির রাজস্থানের বারমারের একটি জাতীয় সড়কে এই জরুরি অবতরণ করা হবে। খবর ইন্ডিয়া টাইমসের।

সূত্রের খবরে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহেই দু’জন মন্ত্রী বারমারের ন্যাশনাল হাইওয়েতে সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্য এয়ার স্ট্রিপ উদ্বোধন করবেন। আইএএফ-এর ফাইটার জেট এবং অন্যান্য বিমানের জরুরি অবতরণের জন্য এ রাস্তা তৈরি করা হয়েছে। এটিই ভারতের প্রথম ন্যাশনাল হাইওয়ে যেটি ভারতীয় বিমানবাহিনীর বিমানগুলির জরুরি অবতরণের জন্য ব্যবহার করা হবে।

নানা কারণে যে কোনও বিমানকে জরুরি ল্যান্ডিং করা লাগতে পারে। পাইলট অসুস্থ হয়ে পড়তে পারেন, বিমানে কোনও যান্ত্রিক গোলযোগও দেখা যেতে পারে অথবা কোনও যাত্রীর মারাত্মক শরীর খারাপও হতে পারে। এসব ক্ষেত্রে জরুরি ল্যান্ডিং করতে হতে পারে বিমানকে।

এর আগে ২০১৭ সালে আইএএফ-এর ফাইটার জেট ও ট্রান্সপোর্ট বিমান লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে অবতরণের মক ড্রিলিং করেছিল। এই মক ড্রিলিংয়ের মাধ্যমে দেখানো হয়, এই ধরনের হাইওয়েগুলিও আইএএফ-এর বিমানগুলি আপৎকালীন পরিস্থিতিতে অবতরণের জন্য ব্যবহার করতে পারে। এই লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের মধ্যে পড়ে।

উল্লেখ্য, এর আগে কখনও এমন ভাবে মন্ত্রীদের নিয়ে মকড্রিলিং করেনি বিমানবাহিনীর বিশেষ বিমান। ব্যাপারটা অনেকটা হলিউডের কাহিনীর মতো শোনালেও এবার তেমনটাই সত্যিই হতে চলেছে বলে সূত্রের খবর।

সূত্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার কর্মকর্তারা ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একযোগে রাজস্থানের বারমারের ন্যাশনাল হাইওয়েতে এই এয়ার স্ট্রিপ তৈরি করেছেন। ইন্ডিয়া টাইমস জানায়, বারমার ছাড়াও সারা দেশে কমপক্ষে এমন ১২টি হাইওয়ে তৈরি করা হচ্ছে, যেগুলিকে জরুরি প্রয়োজনে আইএএফ আইএএফ (ইন্ডিয়ান এয়ার ফোর্স) এয়ারস্ট্রিপ হিসাবে ব্যবহার করতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের একটি বিমানের পাইলট মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় ভারতের ছত্তিশগড়ের রায়পুরে। নাগপুরে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটির। জানা গিয়েছে, এই বিমানটি বাংলাদেশের। মাসকট থেকে ঢাকা যাচ্ছিল সেটি। গুরুতর অসুস্থ ওই পাইলটকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments