Home সারাদেশ ৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন: ফুঁসে উঠেছে এলাকাবাসী

৩ নারীকে গাছে বেঁধে নির্যাতন: ফুঁসে উঠেছে এলাকাবাসী

দখিনের সময় ডেস্ক : 

নওগাঁর মান্দায় গভীররাতে ৩ নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ফুঁসে উঠছে এলাকাবাসী।

ঘটনার মূল হোতা আবদুস সাত্তারসহ জড়িত অন্য আসামিদের বিচারের দাবিতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুড়ি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে গ্রামবাসী দাবি করে, দক্ষিণ মৈনম মোল্লাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার একজন ভূমিদস্যু ও মামলাবাজ।

মুক্তিযোদ্ধা হওয়ায় এলাকার লোকজন ভয়ে তাকে কিছু বলে না। এ সুযোগ কাজে লাগিয়ে এলাকার অনেকের জমি দখল করে নিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে একাধিক ব্যক্তিকে।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৯ আগস্ট আবদুস সাত্তারের নেতৃত্বে ২০-২৫ জন ভাড়াটিয়া বাহিনী গ্রামের অসহায় নারী রেজিয়া বিবি ময়নার সম্পত্তি দখল করে নিতে গভীর রাতে হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় ময়নাসহ ৩ নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।

এদিকে দক্ষিণ মৈনম গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের নেতৃত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, ইউপি সদস্য আবদুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, ৭২ এর খতিয়ানমূলে বিবাদমান সম্পত্তিতে রেজিয়া বিবি ময়নার দখল সত্বের সঠিকতা আছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments