Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ২০০ কোটি টাকা চাঁদাবাজি, অভিনেত্রী গ্রেপ্তার

২০০ কোটি টাকা চাঁদাবাজি, অভিনেত্রী গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক:

বলিউডের পরিচিত মুখ লীনা। ২০১৩ সালে ‘মাদ্রাজ কাফে’-তে দেখা গিয়েছিল তাকে। এরপর অবশ্য খুব বেশি নিয়মিত কাজ করতে দেখা যায়নি তাকে।

কিন্তু জেলে বন্দি থাকা প্রেমিকের হয়ে তার অপরাধের সাম্রাজ্য পরিচালনা করছিলেন এই অভিনেত্রী। এসময় ২০০ কোটি টাকা চাঁদাবাজি করেন তিনি।

অভিযোগের প্রমাণ মেলায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী লীনা মারিয়া পল! তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলবন্দি প্রেমিকের হয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জানা গেছে, লীনার প্রেমিক এস চন্দ্রশেখর পুলিশের হাতে গ্রেপ্তারের পর কয়েক মাস ধরে দিল্লির রোহিণী জেলে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণাসহ মোট ২১টি অভিযোগ রয়েছে। বন্দি অবস্থাতেও তিনি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানতে পারে।

পুলিশ জানায়, এই কাজে তাকে জেলের দুজন অফিসারও সাহায্য করছিলেন। পাশাপাশি প্রেমিকা, অভিনেত্রী লীনা এবং আরও দুই সহযোগী ছিল চন্দ্রশেখরের। লীনার সঙ্গে ওই দুই সহযোগী এবং অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিটেন্ডেন্টও গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, অপরাধের কথা স্বীকারও করেছেন রোহিণী জেলের দায়িত্বে থাকা এই দুজন। এর আগে, গত ৭ অগস্ট ফর্টিস হেলথকেয়ারে প্রাক্তন প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগে জানান, গত জুন মাসে দেশটির আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি।

বড় অঙ্কের টাকার বিনিময়ে তার স্বামী শিবিন্দর সিংহের জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। তার স্বামী আসলে দুর্নীতির অভিযোগে জেলবন্দি ছিলেন তখন। কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। পরে তদন্তে চন্দ্রশেখরের নাম উঠে এসেছিল। পুলিশ জানতে পেরেছিল, জেলবন্দি অবস্থায় চন্দ্রশেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেন এবং চন্দ্রশেখরের কথাতেই অভিযোগকারী অদিতির থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments