Home শীর্ষ খবর আজিমপুর মাতৃসদনে ৫ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ

আজিমপুর মাতৃসদনে ৫ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ

দখিনের সময় ডেস্ক:

আজিমপুর মাতৃসদনে বাজারমূল্য থেকে বেশি মূল্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি ক্রয়ের নামে সরকারি অর্থ আত্মসাতের মামলার তদন্ত কার্যক্রম শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালকের (ডিজি) জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।

সাবেক ডিজি ডা. কাজী মোস্তফা সারোয়ারকে একটি এবং সাবেক ডিজি মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে দুটি মামলার চার্জশিটভুক্ত আসামি করার সুপারিশসহ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন জমা দেন দুদকের তদন্ত কর্মকর্তা। কমিশনের অনুমোদন পেলেই সাবেক দুই ডিজিকে অন্তর্ভুক্ত করে ২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।

দুদকের তথ্যমতে, অভিযোগে আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ অর্থবছরে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কেনাকাটার নামে ৫ কোটি ২১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। প্রতিটি মামলায় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক ইসরাত জাহানকে আসামি করা হয়। এর পর মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান দুদকের উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক। তিনি তদন্ত শুরুর পরই একই বছরের ১৮ ডিসেম্বর ২৫ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) চিঠি দেন। তদন্ত পর্যায়ে তিনি তথ্য-উপাত্ত

সংগ্রহ ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগের বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি সাবেক ডিজি মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে এবং ১৮ ফেব্রুয়ারি সাবেক মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে তারা কেনাকাটায় অনিয়মের বিষয়টি অস্বীকার করে লিখিত বক্তব্য দেন। দুদকের তদন্ত কর্মকর্তা তদন্তকাজ শেষ করে সম্প্রতি কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ও ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ ২৭ জনকে আসামি করার সুপারিশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments