Home বরিশাল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সহসাই বরিশাল ফিরবেন মেয়র সাদিক আবদুল্লাহ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সহসাই বরিশাল ফিরবেন মেয়র সাদিক আবদুল্লাহ

আলম রায়হান:

জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে ১ অক্টোবর শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র মতে এবার সহসাই বরিশাল ফিরবেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উল্লেখ্য, তিনি প্রায় পাঁচ সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন।

সদর উপজেলা চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ১৮ আগস্ট রহস্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বরিশালের পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়েছিলো। এই সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। যার কিছুটা আলামত ফুটে উঠেছে বিবিসি’র প্রতিবেদনে। ঘটনার পরদিন ১৯ আগস্ট বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কয়েকজন জানিয়েছেন, বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ কয়েক বছর আগে মারা যাওয়ার পর তার লোকজন সদর আসনের এমপি জাহিদ ফারুকের ঘনিষ্ঠ হয়ে পড়েন। এরপর থেকেই সেখানে আওয়ামী লীগের মধ্যে দুটি ধারা চলছে জাহিদ ফারুক ও মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে।’

বরিশালের রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে শওকত হোসের হিরন যে ধারা তৈরী করেছিলেন তাকে কোনভাবেই আর দাঁড় করানো যাচ্ছিলো না। কিন্তু এ ব্যাপারে হাল ছেড়ে দেননি সংশ্লিষ্টরা। এর পিছলে ৭৫-এর থিংকট্যাংক-এর ইন্ধন রয়েছে বলেও মনে করেন অনেকে। হাসানাত-সাদিক বিরোধী চক্রটি মরিয়া হয়ে ওঠে ১৮ আগস্টের রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে। অই ঘটনাকে ইউএনওর বাসভবনে হামলা হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমের কাছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের বক্তব্য হচ্ছে, ‘নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ হিসেবে সেদিন উপজেলা পরিষদ চত্বরে গিয়েছিল বিসিসির কর্মকর্তা-কর্মচারীরা।’ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেছেন, ‘ওই রাতে ইউএনওর বাসভবনে কেউ হামলা করেনি। রাতে বিভাগীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনের সময় আমিও ছিলাম। হামলা হলে ইউএনওর বাসভবনের একটি জানালার গ্লাসও ভাঙতো না? আবার যে গেট ভাঙার কথা হচ্ছে সেটি কোথায়? সব গেটই তো ঠিকই দেখেছি। ইউএনওর নিরাপত্তাকর্মীরা নির্বিচারে গুলি চালিয়েছেন।’

এরপরও, সদর উপজেলা চত্বরে ১৮ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল আওয়ামী লীগ, বিশেষ করে মেয়র সাদিক বেশ বেকায়দায় পড়েছিলেন। এই সুযোগে কেউ কেউ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও আসীন হবার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। একটি মহল ধরেই নিয়েছিলো, মেয়র পদ থেকে সাদিক আবদুল্লাহর বিদায অনিবার্য। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং তার রাজনৈতিক আবস্থান আরো দৃঢ় হয়েছে।

যদিও শুরুর দিকে সরকারের উচ্চ মহল মেয়র সাদিকের উপর বেশ বিরক্ত হয়েছিলেন বলে ধারনা বিভিন্ন মহলের। শুধু তাই নয়, মেয়রকে কেন্দ্র করে আরো ঘটনা ঘটানোর ষড়যন্ত্র চলছিলো। এ অবস্থায় মেয়র সাদিক দুই-তিনদিন পর নীরবে ঢাকা চলে যান। তবে তিনি ‘আন্ডারগ্রাউন্ডে’ থাকার মতো অবস্থায় থাকেননি। বরং ঢাকায় অবস্থানের বিষয়টি নানানভাবে জানান দিতে চেয়েছেন।

ঢাকায় যাবার পর তিনি বরিশালের নাগরিকদের নিয়ে একটি জুম মিটিং-এ অংশ গ্রহন করেছেন। এমনকি ঢাকায় বসে চুল কাটাবার সময়ও তিনি ফেইসবুক লাইভে এসেছেন। এ ঘটনা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কারোকারো মতে এটি শোভন হয়নি। কেউ আবার বলছেন, মেয়র আসলে বিরুদ্ধ পক্ষকে একটি কড়া বার্তা দিয়েছেন। রসিকজনরা বলছেন, ‘মেয়র চুলকে হিন্দী শব্দ হিসেব জানান দিয়েছেন!’

বরিশাল থেকে দূরে থাকলেও বরিশালের রাজনীতি থেকে মোটেই দূরে থাকেননি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যার সফল প্রমান স্পষ্ট হয়েছে ২৮ সেপ্টম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশেলে বিশাল সমাবেশ আয়োজনের মধ্যদিয়ে। সূত্রমতে, স্মরণকালে বরিশালের এতো বড় সমাবেশ আর হয়নি। অবশ্য অনেকেরই ধারনা, এ অনুষ্ঠান আয়োজনে দক্ষিণ বঙ্গে সিংহ পুরুষ আবুল হাসানাত আবদুল্লাহ সক্রিয় ভূমিকা রেখেছেন।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান বাধাগ্রস্থ করার জন্য নানানভাবে অচেষ্টা হয়েছে। এমনকি সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের নাম ব্যবহার করে নগরীর নূরিয়া স্কুলে একটি পাল্টা সমাবেশ আয়োজন করা হয়েছিলো। কিন্তু এটি হালে পানি পায়নি। বরং দলের ভিতর ঘাপটি মেরে থাকা নানান ধারার ব্যক্তিরা হতাশ হয়েছেন। আর আগেভাগেই আলামত টের পেয়ে সৈয়দ আনিস উপস্থিত হয়েছেন মূল মঞ্চে ।

সূত্রমতে, ২৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনে বরিশালে পাল্টা সমাবেশ আয়োজনের ব্যর্থ চেষ্টার মধ্যদিয়ে ১৮ আগস্ট রাতের রহস্যজন ঘটনার মুল বিষয়টি অনেকের কাছেই বেশ পরিষ্কার হয়েছে। এদিকে এটিও আবার প্রমানিত হয়েছে, বরিশালে আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগে পাল্টা গ্রুপ দাঁড় করানো সম্ভব নয়। এ ক্ষেত্রে যারা ‘আর একজন হিরণ’ হবার স্বপ্ন দেখেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন’- এমনটাই অভিমত অভিজ্ঞ মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments