Home শিক্ষা 'মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার সাথে সহশিক্ষা একান্ত দরকার'- ববি উপাচার্য

‘মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার সাথে সহশিক্ষা একান্ত দরকার’- ববি উপাচার্য

কাজী হাফিজ ।।

সহশিক্ষাহীন শিক্ষা সম্পূর্ণ শিক্ষা নয়। মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার সাথে সহশিক্ষা একান্ত দরকার। এটাই আমার জীবনের উপলদ্ধি৷

আজ বৃহস্পতিবার (০৭ অক্টোবর ) বেলা ১২.৩০ টায় মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের বিশেষ আয়োজন  সাহিত্যপত্র ‘আখর ২য় সংখ্যা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমি একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। এজন্য দরকার সর্বমহলের সহযোগিতা। এখানে শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট পাবে না, শিখবে নৈতিকতা ও মানবতাবোধ রাষ্ট্র ও মানুষের কল্যাণের জন্য।

এছাড়া তার বক্তব্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নাটক আয়োজন করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান  ড. সুব্রত কুমার দাস, নাট্যদলের প্রতিষ্ঠা কালীন উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উপদেষ্টা ড. রহিমা নাসরিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আহবায়ক উপদেষ্টা সুপ্রভাত হালদার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর প্রধান মডারেটর তানভীর কায়সার, লাইব্রেরিয়ান ড. ধীমান কুমার রায়, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া , শেখ হাসিনা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মারুফা আক্তার, কীর্তনখোলা ফ্লিম সোসাইটি এর উপদেষ্টা সায়মা আখতার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের পরিদর্শক জোতির্ময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টারার এবং কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, নাট্যদলের প্রধান উপদেষ্টা নাট্যকার ও নির্দেশক অনিমেশ সাহা লিটু, নাট্যদলের সভাপতি আবু নাঈম।

বক্তারা নাট্যদলের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সেইসাথে করোনাকালীন নাট্যদলের উদ্যোগে সাহিত্যপত্র প্রকাশ ও উক্ত প্রকাশনায় প্রকাশিত বিষয়াবলি নিয়ে প্রশংসা করেন।
এ সময় উপস্থিত নাট্যদলের সদস্যারা বলেন , সকলের সহযোগিতায় দ্বিতীয় প্রকাশনা প্রকাশিত হয়েছে আগামী দিন গুলোতেও আমরা সহযোগিতা কামনা করছি। সহযোগিতা পেলে সাহিত্যপত্রটি নিয়মিত প্রকাশ করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments