Home সারাদেশ তাহিরপুরে মাদ্রাসায় জনবল নিয়োগে অনিয়ম,তদন্তে দুদক

তাহিরপুরে মাদ্রাসায় জনবল নিয়োগে অনিয়ম,তদন্তে দুদক

স্টাফ রিপোর্ট:

সুনামগঞ্জের তাহিরপুর হিফযুল উলুম আলীম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি’র স্ত্রী ও চাচাতো ভাইকে নিয়োগ সহ ৬টি পদে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা মামলায় তদন্তে  নেমেছে দুর্নীনি দমন কমিশন (দুদক)।মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি ও যুদ্ধপরাধ মামলার আসামী আমিনুল ইসলাম প্রভাব খাটিয়ে নিয়োগ বিধি উপেক্ষা করে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে  চাকুরির জন্য মনোনীত করেছেন।

ওই জনবল নিয়োগে অনিয়মের তদন্ত  শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে দুদকের কর্মকর্তারা অনুসন্ধানে মাঠে নেমেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে  জানিয়েছেন,আদালত মামলাটি তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অনিয়ম-দুর্নীতির সন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।’

তাহিরপুর হিফযুল উলুম আলীম মাদরাসার সভাপতি ও মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটা প্রায় ৬ মা পূর্বের। একপক্ষ ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা করেছেন। মামলা হলে তদন্ত তো হবেই।’

উল্লেখ্য:গত বছরের (২৭ অক্টোবর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের তাহিরপুর হিফযুল উলুম আলীম মাদরাসার ৬টি পদে জনবল নিয়োগের পরীক্ষা স্থানীয়ভাবে না নিয়ে বিভাগীয় শহর সিলেটের আলিয়া মাদ্রসায় অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন কারীগন  দেখতে পান পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেড় ঘন্টা পর সকাল সাড়ে ১১টায় পরীক্ষা গ্রহন করা হয়।একই সময় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম তার স্ত্রী, চাচাতো ভাইসহ ৪ জন পরীক্ষার্থীকে নিয়ে মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করেন।

নিয়োগে অনিয়মের বিষয় তুলে ধরে পরীক্ষার্থী জাহাঙ্গীর আলম ভুঁইয়া,অপু মিয়া, শবনম আক্তার ও রুবি আক্তার নামের ৪ নিয়োগ প্রত্যাশী গত ৪ নভেম্বর তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।’

এরপর ১৪ নভেম্বর মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বাচ্চু মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট আরেকটি লিখিত অভিযোগ দেন।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ‘তাহিরপুর হিফযুল উলুম আলীম মাদরাসার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি শিরোনামে দেয়া অভিযোগে তিনি বিস্তারিত বর্ণনাও দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন,সভাপতি আমিনুল ইসলাম তার স্ত্রী মাহমুদা আক্তারকে হিসাবরক্ষক,পরিচালনা কমিটির সদস্য তাজিমুল ইসলাম দুলালের সহোদর শরিফুল ইসলামকে উপাধ্যক্ষ,ভগ্নিপতি মুহিবুর রহমানকে অধ্যক্ষ, মুনতাছির অফিস সহকারী কাম কম্পিউটার পদে, শাপলা আক্তারকে আয়া পদে ও আবু আলীকে (সানী) নৈশ প্রহরী পদে অনিয়ম -দুর্নীতি ও আত্মীয়করণ করে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।একই বিষয়ে প্রতিকার চেয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আরেকটি লিখিত অভিযোগ দেয়া হয়।

এ ঘটনায় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বাচ্চু মিয়া গত ২৯ নভেম্বর সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে স্পেশাল পিটিশন মামলা দায়ের করেন। (স্পেশাল পিটিশন মামলা নম্বর ২৬/২০২০)। মামলায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহিবুর রহমান,তাজিমুল ইসলাম দুলাল, মিজানুর রহমান ও আলী আহমদ খান নামের ৫ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহন করে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২০(১) ধারা মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহন করার জন্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট এর বরাবর প্রেরণের আদেশ দেন। দুদক প্রধান কার্যালয় হয়ে মামলার নথিপত্র মাস দুয়েক আগে দুদক সিলেট অফিসে আসে। এরপর দুদক বিষয়টির তদন্ত করে।

এছাড়াও আমিনুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা রয়েছে।তাহিরপুরের বীরমুক্তিযোদ্ধা মো. সুজাফর আলী ২০১৯ সালের ২০ আগস্ট তাহিরপুরের আমলগ্রহনকারী আদালতে মামলাটি দায়ের করেন। বর্তমানে মামলাটি  আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলা চলমান রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments