Home বরিশাল প্রধানমন্ত্রী, কল্যাণ ট্রাষ্ট ও বরিশাল জেলা প্রশাসনকে ৩৬ সাংবাদিকের কৃতজ্ঞতা

প্রধানমন্ত্রী, কল্যাণ ট্রাষ্ট ও বরিশাল জেলা প্রশাসনকে ৩৬ সাংবাদিকের কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টারঃ

বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের (২য় পার্যায়) সহায়তা পেয়েছে বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত ৩৬ সাংবাদিক। করোনাকালের এই অনটনে এতে অনেক উপকৃত হয়েছেন তারা।

মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, কল্যাণ ট্রাষ্ট নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, মেট্রোপলিটন প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব উপকারভোগী সাংবাদিকরা।

এদিকে সাংবাদিকদের মধ্যে আরো অনেকেই সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন । তবে সাংবাদিক নেতৃবৃন্দ পরামর্শ দিয়েছেন, অযথা হতাশ না হয়ে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার। যাচাই বাছাই শেষে প্রাপ্যদের অবশ্যই সহায়তা প্রদান করা হবে।

এদিকে চেক বিতরণ অনুষ্ঠানে বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেছেন, আবেদন করলে যথাযথ প্রক্রিয়ায় প্রাপ্যদের সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তাই যারা পাননি প্রয়োজন হলে আপনারাও আবেদন করতে পারেন।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে গত ৬ অক্টোবর এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, জেলা আ’লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, প্রধানমন্ত্রী কাউকে নৈরাশ করেন না। নিজ উদ্যোগে সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট করে তিনি এই দুর্যোগে সাংবাদিকদের পাশে থেকেছেন। বর্তমান প্রধানমন্ত্রী ও সরকার সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments