Home আন্তর্জাতিক আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত বেড়ে ৪৭, আইএসের দায় স্বীকার

‌দখিনের সময় ডেস্ক :

আফগানিস্তানের শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। শুক্রবারের (১৫ অক্টোবর) এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা (আইএস-কে)।

হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন তালেবানের সংস্কৃতি ও তথ্য বিভাগের কান্দাহার শাখার প্রধান হাফিজ সায়িদ। শুক্রবার দেশটির কান্দাহারের শিয়া মুসলিমদ সম্প্রদায়ের সবচেয়ে বড় মসজিদ বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়িদ খোসতি টুইটারে বলেছেন, ‘কান্দাহারে শিয়াদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে জেনে আমরা খুবই দুঃখিত। সেখানে আমাদের বেশ কয়েকজন স্বদেশি শহীদ ও আহত হয়েছেন। তালেবানের বিশেষ বাহিনী ওই এলাকায় পৌঁছেছে। দুষ্কৃতকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পরই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএসের খোরাসান শাখা (আইএস-কে)। তারা জানিয়েছে, এ ঘটনা ঘটিয়েছে আইএসের আত্মঘাতী হামলাকারীরা। মসজিদের বারান্দায় প্রথমজন আর দ্বিতীয়জন তার বিস্ফোরক ভেস্টটির বিস্ফোরণ ঘটায় মসজিদের ভেতরে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন যে, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে।

উল্লেখ্য, গত সপ্তাহেও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে একই ধরনের হামলা চালিয়েছিল আইএস-কে। ওই ঘটনাতেও প্রায় অর্ধশত নিহত ও শতাধিক আহত হন।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাচিয়া ইউপির উপনির্বাচনে মেম্বার পদে কামাল মাতাব্বর বিজয়ী

গাজী তাহের লিটন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মো. কামাল মাতাব্বর (তালা প্রতীক)...

রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধ করার নির্দেশনা

দখিনের সময় ডেস্ক: ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ যাচাই...

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

Recent Comments