Home খেলাধূলা জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

‌দখিনের সময় ডেস্ক :

ওমানে ১৭ অক্টোবর প্রথম পর্ব দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্বের আট দল থেকে চারটি দল যাবে মূল পর্বে। সংযুক্ত আরব আমিরাতে ২৩ অক্টোবর থেকে আগে থেকে অপেক্ষা করা আট দলসহ মোট ১২ দল নিয়ে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসর।

বিশ্বকাপের বাছাই পর্ব তথা প্রথম পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।

সুপার টুয়েলভ পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার আপ।

 ‘বি’ গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ও আফগানিস্তান। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার আপ।

এক নজরে দেখে নেবো টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সূচি

প্রথম পর্ব

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়

১৭ অক্টোবর      ওমান- পাপুয়া নিউগিনি মাসকাট    বিকেল ৪টা

১৭ অক্টোবর      বাংলাদেশ- স্কটল্যান্ড    মাসকাট    রাত ৮টা

১৮ অক্টোবর      আয়ারল্যান্ড- নেদারল্যান্ড      আবু ধাবি   বিকেল ৪টা

১৮ অক্টোবর      শ্রীলঙ্কা-নামিবিয়া       আবু ধাবি   রাত ৮টা

১৯ অক্টোবর      স্কটল্যান্ড- পাপুয়া নিউগিনি    মাসকাট    বিকেল ৪টা

১৯ অক্টোবর      ওমান-বাংলাদেশ মাসকাট    রাত ৮টা

২০ অক্টোবর      নামিবিয়া-নেদারল্যান্ড   আবু ধাবি   বিকেল ৪টা

২০ অক্টোবর      শ্রীলঙ্কা- আয়ারল্যান্ড   আবু ধাবি   রাত ৮টা

২১ অক্টোবর      বাংলাদেশ- পাপুয়া নিউগিনি  মাসকাট    বিকেল ৪টা

২১ অক্টোবর      ওমান-স্কটল্যান্ড   মাসকাট    রাত ৮টা

২২ অক্টোবর      নামিবিয়া- আয়ারল্যান্ড শারজাহ    বিকেল ৪টা

২২ অক্টোবর      শ্রীলঙ্কা- নেদারল্যান্ড    শারজাহ    রাত ৮টা

সুপার-টুয়েলভ

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়

২৩ অক্টোবর      অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা    আবুধাবি    বিকেল ৪টা

২৩ অক্টোবর      ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ দুবাই রাত ৮টা

২৪ অক্টোবর      এ ১-বি ২   শারজাহ    বিকেল ৪টা

২৪ অক্টোবর      ভারত-পাকিস্তান  দুবাই রাত ৮টা

২৫ অক্টোবর      আফগানিস্তান- বি ১     শারজাহ    রাত ৮টা

২৬ অক্টোবর      দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুবাই বিকেল ৪টা

২৬ অক্টোবর      পাকিস্তান-নিউজিল্যান্ড  শারজাহ    রাত ৮টা

২৭ অক্টোবর      ইংল্যান্ড- বি২     আবুধাবি    বিকেল ৪টা

২৭ অক্টোবর      বি ১-বি ২  আবুধাবি    রাত ৮টা

২৮ অক্টোবর      অস্ট্রেলিয়া-এ ১   দুবাই বিকেল ৪টা

২৯ অক্টোবর      ওয়েস্ট ইন্ডিজ- বি ২    শারজাহ    বিকেল ৪টা

২৯ অক্টোবর      পাকিস্তান-আফগানিস্তান দুবাই রাত ৮টা

৩০ অক্টোবর      দক্ষিণ আফ্রিকা- এ১     শারজাহ    বিকেল ৪টা

৩০ অক্টোবর      অস্ট্রেলিয়া-ইংল্যান্ড      দুবাই রাত ৮টা

৩১ অক্টোবর      আফগানিস্তান- এ ২     আবুধাবি    বিকেল ৪টা

৩১ অক্টোবর      ভারত-নিউজিল্যান্ড      দুবাই রাত ৮টা

১ নভেম্বর   ইংল্যান্ড- এ ১     শারজাহ    রাত ৮টা

২ নভেম্বর  দক্ষিণ আফ্রিকা- বি ২   আবুধাবি    বিকেল ৪টা

২ নভেম্বর  পাকিস্তান-এ ২    আবুধাবি    রাত ৮টা

৩ নভেম্বর  নিউজিল্যান্ড-বি ১ দুবাই বিকেল ৪টা

৩ নভেম্বর  ভারত-আফগানিস্তান    আবুধাবি    রাত ৮টা

৪ নভেম্বর   অস্ট্রেলিয়া-বি ২   দুবাই বিকেল ৪টা

৪ নভেম্বর   ওয়েস্ট ইন্ডিজ-এ ১      আবুধাবি    রাত ৮টা

৫ নভেম্বর  নিউজিল্যান্ড-এ ২ শারজাহ    বিকেল ৪টা

৫ নভেম্বর  ভারত- বি ১      দুবাই রাত ৮টা

৬ নভেম্বর  অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ      আবুধাবি    বিকেল ৪টা

৬ নভেম্বর  ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা       শারজাহ    রাত ৮টা

৭ নভেম্বর  নিউজিল্যান্ড-আফগানিস্তান     আবুধাবি    বিকেল ৪টা

৭ নভেম্বর  পাকিস্তান-বি ১    শারজাহ    বিকেল ৪টা

৮ নভেম্বর  ভারত-এ ২ দুবাই রাত ৮টা

নক আউট রাউন্ড

১০ নভেম্বর- প্রথম সেমিফাইনাল – সুপার টুয়েলভে গ্রুপ ১ চ্যাম্পিয়ন বনাব গ্রুপ ২ রানার্সআপ (আবুধাবি, রাত ৮টা)

১১ নভেম্বর- -দ্বিতীয় সেমিফাইনাল- সুপার টুয়েলভে গ্রুপ ২ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-১ রানার্সআপ (দুবাই, রাত ৮টা)

ফাইনাল

দুবাই, রাত ৮টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments