Home আন্তর্জাতিক ভারতের মতো ইসরায়েলও সন্ত্রাসবাদের ভুক্তভোগী: ইসরাইলী রাষ্ট্রদূত

ভারতের মতো ইসরায়েলও সন্ত্রাসবাদের ভুক্তভোগী: ইসরাইলী রাষ্ট্রদূত

দখিনের সময় ডেস্ক:

সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহায়তা করছে ইসরায়েল। ভারতে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত নাওর গিলন এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে আরও বলেছেন, আমাদের সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। ভারতের মতো ইসরায়েলও সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই সমস্যা মোকাবিলায় আমাদেরকে সক্ষমতা ভাগাভাগি করে নিতে হবে।

এ সময় ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ এমন একটি অসুখ যা আমাদের অঞ্চলকে বিশেষভাবে আঘাত করেছে। চরমপন্থা সত্যিকার অর্থেই অনেক বাজে একটি বিষয়। দূর্ভাগ্যজনকভাবে ভারতের মতো ইসরায়েলও এর বড় ভুক্তভোগী। আমাদেরকে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল ও সক্ষমতা বাড়াতে হবে। আমরা বিভিন্ন দেশ বিশেষ করে ভারতের কাছে এ বিষয়গুলো নিয়ে কথা বলতে পারায় খুবই আনন্দবোধ করছি। আমরা একসঙ্গে কাজ করব। সন্ত্রাসবাদকে একেবারে দূর করতে হবে এবং পরস্পরকে হত্যা না করার জন্য সাধারণ মানুষের মধ্যে আলোচনা করতে হবে।

ইসরায়েলের জন্য ইরান একটি বড় হুমকি উল্লেখ করে গিলন জানিয়েছেন, এ মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের ইসরায়েল সফরকালে এ বিষয়ক উদ্বেগ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। ইরানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। উভয় দেশের কিছু একক আঞ্চলিক স্বার্থ রয়েছে বিশেষ করে আফগানিস্তানের ক্ষেত্রে। ইরানে কৌশলগত চাবাহার বন্দরটি ভারত নির্মাণ করেছে। দুই বন্ধুপ্রতিম দেশের স্বার্থ ভিন্ন হতে পারে বলেও জানান তিনি।

ইসরইলী রাষ্ট্রদূত বলেন, আমি মনে করি অনেক ইস্যুতেই প্রতিটি দেশের নিজস্ব উদ্দেশ্যে এবং স্বার্থ থাকতে পারে। কারণ তাদের মধ্যে অনেক ভিন্নতাও রয়েছে। আমরা ইরানকে কীভাবে দেখি এবং উপলব্ধি করি সে বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে, আফগানিস্তানকে সহায়তা করার বিষয়ে ইরানকে সাথে রাখার আগ্রহ রয়েছে ভারতের। আমরা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ও স্বার্থগুলো নিয়ে সমঝোতার চেষ্টা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments