Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ছাত্রলীগ সাবেক নেতাকে গুলির ঘটনায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ সাবেক নেতাকে গুলির ঘটনায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

দখিনের সময় ডেস্ক:

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিবাদে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুজিবুর রহমানের সমর্থকরা। এতে শহরজুড়ে তৈরি হয়েছে অচলবস্থা।

রোববার(৩১অক্টোবর) বিকেলে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান। মামলা দায়েরের প্রতিবাদে শহরের প্রধান সড়কে মেয়রের সমর্থকরা বিক্ষোভ করেন। সন্ধ্যার পর তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ ছাড়া কক্সবাজার শহরের দোকানপাট, বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কের মাঝখানে পৌরসভার ময়লার গাড়ি রেখে যাতায়াত বন্ধ করা হয়েছে। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পর্যটকরা। সন্ধ্যার পর পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশে পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর, জেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতারা বক্তব্য দেন। তারা এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

কক্সবাজার সদর মডেল থানা ওসি শেখ মুনীর উল গীয়াস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান ফেসবুক পোস্টে বলেন, ‘আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হয়েছে। রাজনীতি করতে গেলে জীবনে এ ধরনের অনেক মামলা জেল-জুলুমের সম্মুখীন হতে হয় সেটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের ভালবাসায় যেহেতু আজকের মুজিব হয়েছি সেহেতু এই মামলাতেও আমাকে ঠেকানো যাবে না, ইনশাআল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments