Home সারাদেশ হত্যাকারীদের নাম বলে গেলেও ধরা পড়েনি মূল আসামিরা

হত্যাকারীদের নাম বলে গেলেও ধরা পড়েনি মূল আসামিরা

দখিনের সময় ডেস্ক :

মৃত্যুর আগে মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত নাজমুল ফেসবুক লাইভে হামলাকারী চারজনের নাম বলেছিলেন। তারা হলেন রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েল। ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হওয়াতেই হামলা হয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

হামলায় চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে রবিবার দুপুরে মৃত্যু হয় নাজমুলের। এই হত্যা মামলার তদন্তে তেমন কোনও অগ্রগতি জানাতে পারেনি পুলিশ।

একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রবিবার দুপুর দেড়টায় নিজ বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হামলার শিকার হন মৌলভীবাজারের কমলগঞ্জের ব্যবসায়ী নেতা ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। একটি মাইক্রোবাসে আসা আট থেকে দশ জন নাজমুলকে প্রকাশে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন, এ সময় তার এক স্বজন ফেসবুক লাইভে আসলে সেখানে আহত নাজমুল নিজের ওপর হামলার কারণ এবং হামলাকারীদের নাম বলেন। পরে রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে, হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চান নাজমুলের পরিবার।

হত্যার ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন এজাহাজারভুক্ত আসামি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ধলাই নদের বালুমহাল ও বাজারের দোকান নিয়ে এলাকাটি দু’টি দলে বিভক্ত। বালুমহাল দখল নিয়ে গত দেড় মাসে রহিমপুর ইউনিয়নে দুটি পক্ষের মধ্যে তিনবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

সাড়ে তিন মাস পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস

দখিনের সময় ডেস্ক: সাড়ে তিনমাস পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট...

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

Recent Comments