Home অন্যান্য নির্বাচিত খবর চুড়ান্ত অনুমোদন পেলো বিষখালী নদীতে কচুয়-বেতাগী ফেরি

চুড়ান্ত অনুমোদন পেলো বিষখালী নদীতে কচুয়-বেতাগী ফেরি

স্টাফ রিপোর্টার:

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে কচুয়া-বেতাগী ফেরি চালুর বিষয়ে চুড়ান্ত অনুমোদন পেয়েছে। সোমবার (১ নভেম্বর ) সড়ক পরিবহন মন্ত্রনালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে। গত ৬ অক্টোবর সসড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নিতীগত অনুমোদন দিয়েছিল। সওজ কাছে ফেরি চালুর জন্য জনবল সংক্রান্ত কিছু তথ্য চেয়েছে কমিটি এ তথ্য পেলে চুড়ান্ত অনুমোদনের জন্য উপসচিব ফাহমিদা হক খান ফাইল তুলবেন এমন সিদ্ধান্ত নিয়ে সভা শেষ হয়।

সওজ হেড কোয়ার্টার সূত্র জানায়, সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুভাষ চন্দ্র বিশ্বাস গত ২৬ আগস্ট বিআইডব্লিউটিএর পরিচালক বরাবরে পত্র প্রেরন করে নদীর হাইড্রোগ্রাফি প্রতিবেদন চায়। ২০১৫ সাল থেকে সওজ পত্র দিলেও কোন রিপোর্ট পায়নি সওজ। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আতিকুর রহমান রুবেল জানার পরপরই বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেকের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তিনি নদীর ‍ম‍্যাপ খরচ নিজে দিয়ে গত ১ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর পরিচালক শামছুন্নাহার স্বাক্ষরিত পত্র সড়ক পরিবহন অধিদপ্তরে পৌছে দেন। একই সঙ্গে সওজ চীফ ইজ্ঞিনিয়ার আব্দুস সবুর স্বাক্ষরিত পত্র বিগত  ৬ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেন।

এ পত্রের আলোকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে উপসচিব ফামিদা হক খান ফাইল তোলার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে গত ছয় সেপ্টেম্বর মিটিং অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিগত প্রায় ২৪ বছর যাবত বিষখালী নদীতে ফেরি চলাচলের দাবি ছিল ওই এলাকার জনগনের। এ ফেরি চালুর বিষয়টি বিগত ২৪ বছরেও মন্ত্রণালয়ে মিটিং পর্যায়ে কেউ নিতে পারেনি। সম্প্রতি কাঠালিয়া-রাজাপুর আসনের সংসদ সদস‍্য বিএইচ হারুনের সহযোগিতা নিয়ে আতিকুর রহমান রুবেল বিষখালী নদীর কচুয়া টু বেতাগী স্থানে ফেরি স্থাপনের জন‍্য ফাইল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়েছেন। এরপরই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

নিতীগত অনুমোদনের পর সওজ থেকে গত ১৯ অক্টোবর জনবল সংক্রান্ত তথ্য পাওয়ার পরেই চুড়ান্ত প্রশাসনিক অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ফাহমিদা হক নথি উপস্থাপন করেন এবং ১ নভেম্বর মন্ত্রণালয় থেকে ফেরির প্রশাসনিক অনুমোদনপত্র সওজের চীফ ইঞ্জিনিয়ার বরবরে জারি করেন। অনুমোদন পত্রে ভুলবশত বেতাগীর জেলা বরগুনার পরিবর্তে ঝালকাঠি জেলা লেখা হয় বিধায় ২ নভেম্বর বরগুনা জেলার বেতাগী লিখে নতুন পত্র জারি করেন । এবিষয়ে উপসচিব ফাহমিদা হকের কাছে জানতে চাইলে তিনি বলেন ১ তারিখের পত্রে ভুলবশত: বেতাগীর জেলা ঝালকাঠি লেখা হয়েছে তা ২ নভেম্বর সংশোধন করে বরগুনা জেলার বেতাগী লেখা হয়েছে মাত্র আর কিছুই নয়।

এ নিয়ে ভুলবোঝা বুজির কিছু নেই। কচুয়া-বেতাগী ফেরি অনুমোদন করা হয়েছে। এই বিষয়ে রাজাপুর-কাঠালিয়া আসনের এমপি বিএইচ হারুন দৈনিক নয়াদেশকে বলেন, আমি বিগত নবম সংসদের প্রথমবার এমপি নির্বাচিত হয়েই সংসদে দাবী তুলে আসছি এবং ফেরি পাস হওয়া পযর্ন্ত তদবীর করেছি। গত আগষ্ট মাসে আমি ডিও দিয়েছি সে ডিও পত্র নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস আতিক আমার পক্ষে চেষ্টা চালিয়ে যান। ২০১৬ সাল থেকে বিআইডব্লিউটিএর হাইড্রোগ্রাফি রিপোর্ট মন্ত্রণালয়ের না আসায় ফেরি অনুমোদনে সময় নষ্ট হয়েছে। বিআইডব্লিউটি’য়ের রিপোর্ট আনার বিষয়ে মূখ্য ভূমিকা রেখেছেন আতিকুর রহমান রুবেল। ফেরি অনুমোদন হওযায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments