Home জাতীয় বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর

দখিনের সময় ডেস্ক :

দলের শীর্ষ নেতৃত্ব বেআইনি কার্যকলাপে জড়িত থাকার কারণে দোষী সাব্যস্ত হওয়ায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের কোনো দেশপ্রেম নেই, জাতির জন্য কোনো কল্যাণকর চিন্তা নেই। বরং তারা ক্ষমতাকে ভোগের হাতিয়ার এবং লুটপাটের জায়গা মনে করে। এ দলের নেতৃত্বেই রয়েছে অস্ত্র এবং দুর্নীতির মামলার সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে? খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি কিন্তু আমেরিকার এফবিআই খুঁজে বের করেছে।

লন্ডনে তারেক রহমানের বিলাসবহুল জীবন এবং আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি জনগণের সম্পদ লুট করে বিলাসিতা করে। বিএনপির পাচারের টাকার কিছু অংশ দেশে ফিরিয়ে আনতে পেরেছে আওয়ামী লীগ সরকার।

অনুষ্ঠানে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান সরকারপ্রধান। প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এর আগে, স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলন শেষে ৪ঠা নভেম্বর যুক্তরাজ্যে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ইউনেসকোর সাধারণ সম্মেলনে অংশ নিতে ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিসের উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি।

এ ছাড়া বেশ কিছু ফরাসি প্রতিষ্ঠানের প্রধানসহ এমইডিএইএফ-এর প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সবশেষ ১৩ নভেম্বর দুই সপ্তাহের সফর শেষ করে প্যারিস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। ১৪ নভেম্বর সকাল ১০টায় তার দেশে ফেরার কথা রয়েছে। সেদিন বিকেলে জাতীয় সংসদ অধিবেশনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments