Home সারাদেশ ইউপি নির্বাচনে সহিংসতা: নরসিংদী ও কক্সবাজারে নিহত ৪

ইউপি নির্বাচনে সহিংসতা: নরসিংদী ও কক্সবাজারে নিহত ৪

দখিনের সময় ডেস্ক :

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লার মেঘনা, সাতক্ষীরা সদর, কক্সবাজার ও মেহেরপুরের মুজিবনগরে বিছিন্ন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। উদ্ধার করা হয়েছে ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র।

বৃহস্পতিবার (১১ই নভেম্বর) সকালে নরসিংদী রায়পুরার বাশগাড়ীতে নৌকার প্রতীকের প্রার্থী আশরাফুল হক ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। নিহত সালাউদ্দিন মিয়া বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের এবং দুলাল মিয়া নৌকার প্রার্থীর আশরাফুল হকের সমর্থক।

এদিকে কক্সবাজার সদরের খরুশকূল ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ১০ জন। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয় একটি কেন্দ্রে।মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের খবর পাওয়া যায়। পরে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত হলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

চট্টগ্রামে ভোট শুরুর আগেই সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশ ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। কুমিল্লার মেঘনা উপজেলায় রামপ্রাসাদের চর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির আহত হন। ভোট দিতে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তার ওপর হামলা চালায়। পরে দেড় ঘণ্টা কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

সাতক্ষীরা সদরে বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের খলিলনগর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানসহ অন্তত আটজন আহত হয়েছেন। একই ইউনিয়নের কাথন্ডা ওয়ার্ডেও মেম্বর প্রার্থী আব্দুল জলিলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩জন। এছাড়া মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কোমরপুর ভোট কেন্দ্রে  নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: উচ্চ আদালতের নির্দেশনার আলোকে ব্যাটারিচালিতঅটোরিকশার চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার...

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

Recent Comments