দখিনের সময় ডেক্স:
ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখের কাছাকাছি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেই পরই ভারতের অবস্থান। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৬ জনসহ ভারতে এ পর্যন্ত মারা গেছে ৯৯ হাজার ৮’শ ৩৩ জন। দেশটিতে মোট শনাক্ত প্রায় ৬৪ লাখ। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
করোনায় বিশ্বে এ পর্যন্ত শনাক্ত তিন কোটি সাড়ে ৪৪ লাখের বেশি। কোভিড-১৯ থাবায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১০ লাখরে বেশি। যার মধ্যে ক্ষতির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রেই মারা গেছে ২ লাখের বেশি। দেশটিতে মোট শনাক্ত প্রায় ৭৫ লাখ মানুষ। বিশ্বে সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫৩ লাখ ৪৮ হাজার ৬৫৩ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৭ লাখ ৩৬ হাজার ৬২১ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪২ লাখ ১২ হাজার ৭৭২ জন)।
এদিকে করোনাভাইরাসের একটি কার্যকর টিকা এলেও আগামী বছরের শুরুতে স্বাভাবিক জীবন ফিরে আসবে না বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। লন্ডনের রয়্যাল সোসাইটির একদল গবেষকের প্রতিবেদন বলছে, টিকা এলেও সবাইকে তা দেয়া হবে দীর্ঘ প্রক্রিয়া। আর সেকারণে করোনায় জারি থাকা কড়াকড়ি ধীরে ধীরে শিথিল করতে হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।