Home আন্তর্জাতিক চার কানওয়ালা সেলিব্রেটি বিড়াল নিয়ে আলোড়ন স্যোশাল মিডিয়ায়

চার কানওয়ালা সেলিব্রেটি বিড়াল নিয়ে আলোড়ন স্যোশাল মিডিয়ায়

দখিনের সময় ডেস্ক :

চার কানওয়ালা এক বিড়াল নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রীতিমতো সেলিব্রিটির মর্যাদা পেয়েছে মাইডাস নামের বিড়ালটি। স্যোশাল মিডিয়ায় তার ফলোয়ার আছে ৭৩ হাজারেরও বেশি।

তুরস্কের চার কানওয়ালা বিড়ালটি এখন বিস্ময় ছড়াচ্ছে নেট দুনিয়ায়। তুরস্কের আঙ্কারায় মিলেছে বিরল এ বিড়ালের সন্ধান। তার অদ্ভুত শারীরিক গঠনকে জিনগত ক্রুটি হিসেবে আখ্যা দিয়েছেন চিকিৎসকরা। মাইডাসের নামের পেছনেও রয়েছে চমকপ্রদ ঘটনা। বিড়ালটির মালিক গ্রিক পৌরাণিক চরিত্র কিং মিডাসের নামানুসারে বিড়ালটির নাম রেখেছেন, ঈশ্বরের অভিশাপে অভিশপ্ত হয়ে যার কান গাধার কানের রূপ নিয়েছিলো।

জানা গেছে, চার মাস আগে আঙ্কারার এক রাস্তায় জন্মায় ব্যতিক্রমী এ বিড়ালটি। জন্মের পরই বিড়ালটি দত্তক নেন ক্যানিস নামের স্থানীয় এক বাসিন্দা। বিড়ালটির মালিক ক্যানিস ডোজমেকি বলেন, মিডাস খুবই প্রাণবন্ত বিড়াল, সারাক্ষণ কাছেকাছে থাকবে, সে কোলে বসে থাকে, কোলেই ঘুমায়। আমার আরও দুটি কুকুর আছে, ওদের সাথেও ভাব জমিয়ে ফেলেছে সে। এখন আমাদের পরিবারের সদস্যে পরিণত হয়েছে মিডাস।

দত্তক নেয়া প্রসঙ্গে বিড়াল মালিক ক্যানিস ডোজমেকি বলেন, বিড়ালটি বেওয়ারিশভাবে রাস্তায় ঘুরবে সেটা আমি চাইনি। এ চিন্তা থেকেই মিডাসকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিই। আশা করি মিডাসের জনপ্রিয়তা মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। পোষ্য কেনার চেয়ে দত্তক নেয়ার প্রতি মানুষ আগ্রহী হবেন।

বিস্ময় বিড়াল মাইডাসের চার কান নিয়ে প্রতিনিয়তই জাগছে প্রশ্ন। বিরল এই শারীরিক গঠনের কারণই বা কি? জীনগত ক্রটির কারণেই বিড়ালটির আশ্চর্যজনক এ শারীরিক গঠন- বলছেন চিকিৎসকরা।

বিড়ালটির চারকান থাকার ব্যাপারে স্থানীয় পশু চিকিৎসক রিসাত নুরি বলেন, জিনগত ত্রুটির কারণেই মাইডাস চারটি কান নিয়ে জন্মেছে। তবে বিড়ালটির কানের অভ্যন্তরীন গঠন ঠিকই আছে। শারীরিক সুস্থতার ওপরও এর কোনো প্রভাব নেই। চার কান নিয়েও অন্য বিড়ালের মতই মাইডাস স্বাভাবিক জীবন যাপন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতে অজ্ঞান পার্টির কবলে দুই বাংলাদেশি পর্যটক, পুলিশ সহযোগিতা না করার অভিযোগ

দখিনের সময় ডেস্ক: ভারতে বেড়াতে গিয়ে সর্বশান্ত হয়েছেন দুই বাংলাদেশি পর্যটক। চলন্ত ট্রেনে দুজন ব্যক্তি তাদেরকে চা খেতে দেয়। চা খাওয়ার পরই তারা জ্ঞান হারিয়ে...

শুরু ভালো হলেও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ব্যাটিং কোচ ডেভিড হেম্প মনে করেন, ব্যাটসম্যানরা ভালো শুরু পেলেও সেটি বড় ইনিংসে রূপান্তরিত করতে না পারার খেসারত দিচ্ছে বাংলাদেশ।...

ইসকন আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইসকনের আন্দোলনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি...

কোনো উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান

দখিনের সময় ডেস্ক: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে সাড়া...

Recent Comments