Home অন্যান্য করোনা ভাইরাস বরিশাল বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা গ্রহণ সম্পন্ন, উৎসবের আমেজ

বরিশাল বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা গ্রহণ সম্পন্ন, উৎসবের আমেজ

মশিউর রহমান তাসনিম:

বরিশাল বিভাগের ৪ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা ১ম ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে আজ বৃস্পতিবার(২৫নভেম্বর)। এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয় ১৫ নভেম্বর। অত্যন্ত সুশৃংখল এ আয়োজনে ছিলো উৎসবের আমেজ। কারোকারো বিচেনায় ছিলো অনেকটা পিকনিকের পরিবেশ। সূত্রমতে, প্রথম ডোজ টিকা গ্রহনকারী পরীক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হবে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে।

সমাপনী দিনে আজ(২৫নভেম্বর) টিকা প্রদান কার্যক্রম পরিদর্শণ করছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন।

বরিশাল বিভাগের চার জেলার এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম ১৫ নভেম্বর বরিশাল ক্লাব চত্বরে উদ্বোধন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরদিন ১৬ নভেম্বর আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। টিকা প্রদানের প্রতিদিনের কার্যক্রম তদারকী করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন।

টিকা গ্রহণের জন্য নির্ধারিত কক্ষে যাবার আগে স্টেডিয়ামের গ্যালারীতে অপেক্ষমান শিক্ষার্থী। ভিডিও প্রদর্শণ বড় পর্দায়।

বরিশাল বিভাগের ভোলা, বরগুণা, বরিশাল ও ঝালকাঠি জেলার ৪৬ হাজার ৪৩৫ এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৪২০ এবং ছাত্রী ১৯ হাজারু ৫৯৫ জন। মানবিক শাখার শিক্ষার্থীদের সংখ্যা বেশি, ২৮ হাজার ৮৫৭ জন। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে বিজ্ঞান শাখা, ৯ হাজার ১১৩ জন। আর ব্যবসা শিক্ষা শাখার ৬ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী।

আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টিকা গ্রহণের জন্য আগত এইচএসসি পরীক্ষর্থীদের জন্য নির্মাণ করা বিশাল প্যান্ডেল। এই প্যান্ডেল থেকে একএক বারে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে নেয়া হয় স্টেডিয়ামের গ্যালারিতে। স্টেডিয়ামের গ্যালারীতে অপেক্ষমান শিক্ষার্থীদের জন্য ভিডিও প্রদর্শণের জন্য ছিলো বড় পর্দায়। ফলে অপেক্ষার বিষয়টি অশ্বস্তির পরিবর্তে উপেভোগ করেছেন অনেকে। সেখান থেকে  আবার নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে নেয়া হয় দোতলার টিকা প্রদান কক্ষে। এ জন্য ছাত্র ও ছাত্রীদের জন্য ছিলো আলাদা দুটি সুবিশাল কক্ষ। দুটি কক্ষই শীতাতাপ নিয়ন্ত্রিত। টিকা গ্রহনকারী শিক্ষার্থীদে আপ্যায়নের জন্য ছিলো কেক ও বোতলজাত বিশুদ্ধ পানি। সৃশৃংখল ও আনন্দঘন পরিবেশে টিকা গ্রহণ সম্পন্ন করে শিক্ষার্থীরা গ্রুপ ছবি ও সেলফি তুলতে তুলতে ত্যাগ করেন স্টেডিয়াম চত্বর।

টিকা গ্রহণের অগতদের স্বাগত জানানো ও অপেক্ষার জন্য সুবিশাল প্যান্ডেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

Recent Comments