Home নির্বাচিত খবর মাহির চলচ্চিত্রে ফেরা নিয়ে সন্দেহ

মাহির চলচ্চিত্রে ফেরা নিয়ে সন্দেহ

দখিনের সময় ডেস্ক:

ভিন্ন কারণে আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির শুটিংয়ে ফেরা- না ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে অসুস্থতার কথা বলে ওয়েব ফিল্ম থেকে তার সরে যাওয়া ও নিজেকে যোগাযোগের বাইরে রাখা নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। উল্লখ্য, বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের সঙ্গে জড়িয়ে নেতিবাচক আলোচনায় আছেন শরীর কেন্দ্রিক নায়িকা মাহিমা মাহি। এখন হয়তো তাকে বিদায় নিয়ে হবে শো-বিজ থেকেই।

আগামীকাল(১৭ডিসেম্বর) থেকে চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্মে শুটিং করার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কথা বলে মাহি নিজেকে সরিয়ে নেন। এ বিষয়ে তার কোনো মন্তব্যও পাওয়া যায়নি। একই ভাবে গত ১০ তারিখে মাহির অংশ নেওয়ার কথা ছিল বুবুজান ছায়াছবির শুটিংয়ে। সেখানেও নির্মাতা রনীর সঙ্গে যোগাযোগই করেননি মাহি। তাই এই ছবিটিরও শুটিং ক্যান্সেল হয়েছে।

১৭ ডিসেম্বর থেকে ঢাকার আশপাশে শুরু হবে এর শুটিং। কিন্তু ১৭ ডিসেম্বরের একদিন আগে শুটিং ক্যান্সেল করে এ অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘শারীরিক অসুস্থতার কারণে কাগজের বৌ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে কাগজের বৌ এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এভাবে অসুস্থতা ও একের পর এক কাজ সেরে দেওয়ায় অনেকেরই ধারণা মাহি হয়তো চলচ্চিত্র ছেড়ে দিয়ে সংসারে মনোযোগী হতে যাচ্ছেন। কারণ, শুধু ইমনের সঙ্গে এই চলচ্চিত্রও নয়- অন্যান্য নির্মাতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না মাহি এবং এর আগে শামীম আহমেদ রনীর ছবির শুটিংও ক্যান্সেল করতে হয়েছে তার কারণে।

মাহির এমন আচরণে সবাই ধরে নিচ্ছেন চলচ্চিত্র থেকে বিদায় নিতে যাচ্ছেন অভিনেত্রী। একাধিক সূত্র জানাচ্ছে মাহি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন। অদৌ ফিরবেন কি না, সন্দেহ রয়েছে। নির্মাতা রনী গণমাধ্যমকে বলেন, মাহিকে নিয়ে আমার ছবির গল্প। তাকে ছাড়া শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তার মনের অবস্থা বুঝতে পারছি। কিন্তু আমাকে তো প্রযোজকের দিকেও তাকাতে হবে। দ্রুত শুটিং করতে না পারলে অন্য শিল্পীদের শিডিউল মেলাতে পারব না। মাহির সঙ্গে আগেও কাজ করেছি। তিনি পেশাদার। আশা করছি শিগগিরই যোগাযোগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে নিল অ্যাপল

দখিনের সময় ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ...

ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই...

অনলাইনে বিজ্ঞাপন দেখে বিনিয়োগের কথা ভাবছেন? সাবধান হোন এখনই

দখিনের সময় ডেস্ক: যদিও বর্তমানে বিভিন্ন ভাবে মানুষকে অনলাইন প্রতারণার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও প্রায়ই দেশজুড়ে হাজার হাজার ব্যক্তি অনবরত এই অনলাইন স্ক্যামের ফাঁদে...

তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে পারেন যেসব উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি হচ্ছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

Recent Comments